Higher Secondary Exam

বিভ্রান্তি এড়াতে তিন রঙের খামে তিন ধরনের প্রশ্ন উচ্চ মাধ্যমিকে

আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার। তৃতীয় এবং চতুর্থ সিমেস্টার মিলিয়ে সামগ্রিক মূল্যায়ন হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

চলতি বছরের উচ্চ মাধ্যমিকে চতুর্থ সিমেস্টারের পরীক্ষার্থীদের পাশাপাশি তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে ২৫৭০ জন। সোমবার এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘তৃতীয় সিমেন্টারে বসার জন্য নাম নথিভুক্তই করেনি, এমন পরীক্ষার্থীর সংখ্যা ১১০৪। আবার, নাম নথিভুক্ত করেও তৃতীয় সিমেস্টারের পরীক্ষায় বসেনি, এমন পরীক্ষার্থীর সংখ্যা ১৪৬৬। তারা সকলেই চতুর্থ সিমেস্টারের সঙ্গে তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি দেবে। এ ছাড়া, তৃতীয় সিমেস্টারের পরীক্ষায় কোনও বিষয়ে অকৃতকার্য হয়ে ফের সেটির পরীক্ষা দিচ্ছে, এমন পরীক্ষার্থী রয়েছে ৫৬৩৯৪ জন।’’

আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার। তৃতীয় এবং চতুর্থ সিমেস্টার মিলিয়ে সামগ্রিক মূল্যায়ন হবে। চিরঞ্জীব জানান, এ বারের উচ্চ মাধ্যমিকে তিন ধরনের প্রশ্নপত্র থাকবে— চতুর্থ সিমেস্টারের প্রশ্নপত্র, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি প্রশ্নপত্র এবং যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দেবে, তাদের জন্য প্রশ্নপত্র। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছে ১৫,২২৪ জন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, অনেক পরীক্ষা কেন্দ্রে তিন ধরনের পরীক্ষার্থীই থাকবে। ফলে প্রশ্নপত্র যাতে গুলিয়ে না যায়, তার জন্য তিন ধরনের প্রশ্নের ক্ষেত্রে তিন রঙের খাম করা হবে।

চিরঞ্জীব জানান, তৃতীয় সিমেস্টারে উত্তীর্ণ হতে না পারলে চতুর্থ সিমেস্টার দেওয়ার পাশাপাশি তৃতীয় সিমেস্টারে অকৃতকার্য বা নাম নথিভুক্ত না করা পরীক্ষার্থীদের বসার সুযোগ মিলছে। অর্থাৎ, তাদের বছর নষ্ট হচ্ছে না। তবে, চতুর্থ সিমেস্টারে অকৃতকার্য হলে কিন্তু সেই পরীক্ষার্থী আর চলতি বছরে ওই পরীক্ষায় বসতে পারবে না। তার একটি বছর নষ্ট হবে। প্রসঙ্গত, সিবিএসই বা আইএসসি-তে দশম অথবা দ্বাদশের পরীক্ষায় কোনও বিষয়ে অকৃতকার্য হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী সেই বিষয়ে ওই বছরেই ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারে। কিন্তু উচ্চ মাধ্যমিকে এখনও তেমন ব্যবস্থা নেই। সংসদ-সভাপতি জানান, তাঁরা ভবিষ্যতে এমন ব্যবস্থা চালু করার চেষ্টা করবেন।

তৃতীয় সিমেস্টারের পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছে, তারা কয়েকটি বিষয়ে রিভিউ করতে চেয়েছিল। কিন্তু, সেই ব্যবস্থা না থাকায় তাদের ‘আনসার কি’-এর সঙ্গে উত্তর মিলিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ‘আনসার কি’ দেখে অনেক সময়ে তাদের মনে হয়েছে, তারা কাঙ্ক্ষিত নম্বর পায়নি। এ ব্যাপারে চিরঞ্জীব বলেন, ‘‘আনসার কি দেখে যাদের মনে হয়েছে তাদের উত্তর ঠিক, অথচ নম্বর দেওয়া হয়নি, এমন পরীক্ষার্থীর সংখ্যা খুব কম। তাদের নম্বরও বেড়েছে। তবে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা যে হেতু ওএমআর শিটে হয়, তাই এখানে রিভিউ হয় না। আগামী দিনে পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন