Aroop Biswas

Aroop Biswas: করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, মৃদু উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে

বিধায়ক এবং মেয়র পারিষদের পর করোনা আক্রান্ত রাজ্যের মন্ত্রী। করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৭:১৯
Share:

ফাইল চিত্র ।

বিধায়ক এবং মেয়র পারিষদের পর এ বার করোনা আক্রান্ত খোদ রাজ্যের মন্ত্রী। করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া ও যুবমন্ত্রী অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ নিয়ে তিনি আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর হাসপাতালের যে কেবিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভর্তি করা হয়েছিল, সেই একই কেবিনে মন্ত্রীকেও ভর্তি করা হয়েছে। তবে তিনি করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত কি না তা জানা যাবে জিন পরীক্ষার পরেই।

মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল দিয়ে চিকিৎসা করা হচ্ছে করোনা আক্রান্ত মন্ত্রীর। মন্ত্রীর চিকিৎসায় ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানা গেছে। এই মেডিক্যাল বোর্ডে আছেন চিকিৎসক সরোজ মন্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পান্ডা। জানা গেছে আপাতত স্থিতিশীল আছেন মন্ত্রী।

Advertisement

কিছু দিন আগেই সৌরভ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement