চিড়িয়াখানায় মোবাইল ‘চুরি’, গ্রেফতার মহিলা

বছর শেষের ভিড়ে বাঘের খাঁচার সামনে তখন ভিড় উপচে পড়ছে। কে কার গায়ের উপরে এসে পড়ছেন সে দিকে খেয়াল নেই কারও। এমন দিনে তো এমনটাই হয়। কিন্তু জনা কয়েক সাদা পোশাকের পুলিশকর্মীর নজর গিয়েছিল এক মহিলার দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০০:০৪
Share:

বছর শেষের ভিড়ে বাঘের খাঁচার সামনে তখন ভিড় উপচে পড়ছে। কে কার গায়ের উপরে এসে পড়ছেন সে দিকে খেয়াল নেই কারও। এমন দিনে তো এমনটাই হয়। কিন্তু জনা কয়েক সাদা পোশাকের পুলিশকর্মীর নজর গিয়েছিল এক মহিলার দিকে। যাঁকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছিল লোকজনের একেবারে গা ঘেঁষে দাঁড়াতে। গতিবিধি সন্দেহজনক ঠেকায় মহিলাকে আলাদা ডেকে নিয়ে গিয়েছিলেন সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা। ইতিমধ্যেই পুলিশের কাছে খবর আসে এক মহিলার টাকা ও মোবাইল খোয়া গিয়েছে। অভিযোগ, এর পরেই মহিলাকে চেপে ধরে পুলিশ। শেষে ওই মহিলা দর্শকের টাকা ও মোবাইল ওই আটক মহিলার থেকে উদ্ধার হয়।

Advertisement

সোমবার ওই ঘটনার পরে আজমীরা বেগম নামে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। আজমীরার বাড়ি উত্তর ২৪ পরগনায়। টাকা ও মোবাইল খোয়ানো আজমীরার থেকে আরও দু’টি মোবাইল ফোন আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। সেগুলির মালিকেরও খোঁজ চলছে।

লালবাজার জানাচ্ছে, শীতের মরসুমে মূলত বাঘের খাঁচা, সাপের ঘর, শিম্পাঞ্জির খাঁচার সামনেই দর্শকদের ভিড় বেশি হয়। সেই ভিড়ের মধ্যে এই ধরনের পকেটমারেরা দর্শক সেজে ঢুকে পড়ে। তাদের উপরে নজর রাখতে তাই ভিড়ের মধ্যে সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়। সোমবার, ৩১

Advertisement

ডিসেম্বরও চিড়িয়াখানায় তেমনই পরিস্থিতি ছিল। ওই দিনও আজমীরাকে বাঘের খাঁচার সামনে একাধিক বার ঘুরঘুর করতে দেখেন পুলিশকর্মীরা। পুলিশ জানায়, জেরায় আজমীরা স্বীকার করে যে টিকিট কেটে সে চিড়িয়াখানায় ঢুকে

দর্শকদের ভিড়ে মিশে যেত। তার পরে দর্শকদের পকেট সাফ করত। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আরও এক মহিলাকে দু’টি মোবাইল-সহ আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন