নারীর অনন্য কীর্তিকে কুর্নিশ

সম্মান নারীকে। শুধু সম্মান নয়, এ যেন উদ্‌যাপন। নারীশক্তির উদ্‌যাপন। দ্য টেলিগ্রাফ আয়োজিত ‘শি অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে তাতেই মেতেছিল বাইপাসের পাঁচতারা হোটেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০০:৫৩
Share:

লড়াইয়ের স্বীকৃতি। মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হলের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আনোয়ারা। শনিবার। ছবি: শৌভিক দে

সম্মান নারীকে। শুধু সম্মান নয়, এ যেন উদ্‌যাপন। নারীশক্তির উদ্‌যাপন। দ্য টেলিগ্রাফ আয়োজিত ‘শি অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠানে তাতেই মেতেছিল বাইপাসের পাঁচতারা হোটেল। উপস্থিত ছিলেন আনোয়ারা খাতুন, শর্বরী দত্ত, প্রিয়া পাল, মালবিকা সরকার, মধুমিতা বসুর মতো এক ঝাঁক উজ্জ্বল প্রতিভা। কর্মক্ষেত্রে তাঁদের অনন্য সাফল্যকে কুর্নিশ জানাল শুক্রবারের সন্ধ্যা।

Advertisement

তেরো বছর বয়স থেকে নারী-সুরক্ষা ও অধিকারের দাবিতে লড়ছেন সন্দেশখালির তরুণী আনোয়ারা খাতুন। সুন্দরবন এলাকার অসংখ্য নাবালিকার বিয়ে রুখেছেন। আটকেছেন প্রায় দু’শো পাচারের ঘটনা। পাচারের জাল থেকে উদ্ধার করা শ’খানেক মেয়ের পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন। ‘বাংলার মালালা’ খেতাব পেয়েছেন সংবাদমাধ্যমের কাছে। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়ে মার্কিন কনসাল জেনারেল ক্রেগ হল বলেন, ‘‘একটা ছোট্ট মেয়ে এগিয়ে এসেছে পৃথিবী বদলাবে বলে।’’

সম্মানিত পুরুষের ফ্যাশন জগতে পরিচিত ছক-ভাঙা ডিজাইনার শর্বরী দত্তও। একে একে মঞ্চ উজ্জ্বল করলেন কাঁথা-শিল্পকে কাজে লাগিয়ে হাজারো মেয়েকে আত্মনির্ভর করে তোলার কাণ্ডারী শামলু দুদেজা, অশোকা বিশ্ববিদ্যালয়ের কর্ণধার মালবিকা সরকার, ফ্যাশন ডিজাইনার অনামিকা খন্না প্রমুখ। সম্মানিত হলেন লোরেটো হাউসের প্রতিষ্ঠাতা সিস্টার শিরিনও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন