চিড়িয়াখানার ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, তদন্ত কমিটি গড়লেন বনমন্ত্রী

ওই কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা যান চিংড়িঘাটার বাসিন্দা প্রদীপ দাস এবং মুর্শিদাবাদের বাসিন্দা তারিণী ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ১৫:৩৬
Share:

আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নিজস্ব চিত্র।

চিড়িয়াখানার ভিতরে বৃষ্টির মধ্যে কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঠিকাকর্মীর মৃত্যু হল। একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার বিলবোর্ড লাগানোর জন্য লোহার পোল বসানোর কাজ চলছিল চিড়িয়াখানার ভিতরে হাতির এনক্লোজারের সামনে। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হন। দু’জনের মৃত্যু হয়েছে বলে চিড়িয়াখানা সূত্রে খবর। এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আলিপুরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই ঘটনার কথা শুনেছেন। তিনি বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে ওই কমিটি রিপোর্ট দেবে।’’

রাকেশ দীর্ঘ দিন ধরে চিড়িয়াখানায় কর্মী সংগঠনের নেতা হিসাবে পরিচিত। এ দিন দুর্ঘটনার খবর পেয়েই, তিনি ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাকেশ সিংহ। মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপি নেতা রাকেশ সিংহ। তাঁর অভিযোগ, “লকডাউনের দিন সরকারি জায়গায় কী ভাবে একটি বেসরকারি সংস্থা কাজ করছিল? চিড়িয়াখানার অধিকর্তা কি ঘুমিয়ে আছেন? এত বড় ঘটনার পরও তাঁর খোঁজ নেই। সরকারকে জবাব দিতে হবে।” লকডাউনের দিনে একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কাজ কী ভাবে চলছিল চিড়িয়াখানার ভিতরে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আরও পড়ুন: তৃণমূল হতে হবে না, যুবযোদ্ধা হন: জনসংযোগ বাড়াতে অভিনব আহ্বান অভিষেকের

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ওই কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা যান চিংড়িঘাটার বাসিন্দা প্রদীপ দাস এবং মুর্শিদাবাদের বাসিন্দা তারিণী ঘোষ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওড়িশার বাসিন্দা লিটন দাস।

আরও পড়ুন- প্রণবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি, রয়েছেন ভেন্টিলেটরেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন