পুলিশকে আক্রমণ মত্ত যুবকের

ফের আক্রান্ত হল পুলিশ। এ বার হাওড়ায়। অভিযোগ, এক মত্ত যুবককে বাস থেকে নামাতে গেলে তাঁর হাতে আক্রান্ত হন কতর্ব্যরত এক ট্র্যাফিক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০০:১১
Share:

ফের আক্রান্ত হল পুলিশ। এ বার হাওড়ায়। অভিযোগ, এক মত্ত যুবককে বাস থেকে নামাতে গেলে তাঁর হাতে আক্রান্ত হন কতর্ব্যরত এক ট্র্যাফিক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সালাউদ্দিন। বাড়ি পশ্চিম চৌবাগার আনন্দপুরে।

Advertisement

অভিযোগ, ওই মত্ত যুবক এক ট্রাফিক পুলিশকর্মীকে ধাক্কাধাক্কি করেন। পোশাক ছিঁড়ে দেন। তা দেখতে পেয়ে অন্য পুলিশ কর্মীরা এসে ওই যুবককে স্থানীয় হাওড়া থানায় নিয়ে যায়। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই সন্ধ্যায় দাশনগর থেকে ধর্মতলাগামী একটি বাসে ওঠার পর ওই যুবক যাত্রীদের নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন। এই নিয়ে যাত্রী ও বাস কন্ডাক্টরের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। পুলিশ জানায়, বাসটি হাওড়া ময়দানের কাছে ফাঁসিতলা মোড়ে আসতেই বাসচালক বাস থামিয়ে ওই যুবকের বিরুদ্ধে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী সুজয় কর্মকারের কাছে অভিযোগ জানান এবং ওই যুবককে বাস থেকে নামিয়ে দেওয়ার আবেদন করেন। তখন সুজয়বাবু ওই যুবককে বাস থেকে নেমে আসতে বললে তাঁর সঙ্গেও তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন যাত্রীরা ও কন্ডাক্টর মিলে জোর করে ওই যুবককে বাস থেকে নামিয়ে দেন। বাস থেকে নেমেই ওই যুবক সুজয়বাবুকে আক্রমণ করেন। তাঁকে ধাক্কা মারেন। এমনকী পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, রাস্তার মধ্যে সহকর্মীকে আক্রান্ত হতে দেখে ছুটে আসেন অন্যান্য পুলিশকর্মীরা। ওই যুবককে ধরে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের গায়ে হাত তোলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন