ই এম বাইপাস

কাদায় পিছলে বিপাকে গাড়ি, বাইক

নর্দমার কাদামাটি তুলে রাস্তায় রেখেছিলেন পুরসভার কর্মীরা। সেই পিচ্ছিল জল মেশানো কাদা ছড়িয়ে পড়েছিল রাস্তায়। আর এর জেরেই রাস্তায় পিছলে পড়লেন প্রায় এক ডজন মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসের উপর পার্ক সার্কাস কানেক্টরে। এই ঘটনায় অবশ্য কেউ গুরুতর আহত হননি। তবে বড় দুর্ঘটনা এড়াতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুরের পর থেকে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ০১:২৩
Share:

নর্দমার কাদামাটি তুলে রাস্তায় রেখেছিলেন পুরসভার কর্মীরা। সেই পিচ্ছিল জল মেশানো কাদা ছড়িয়ে পড়েছিল রাস্তায়। আর এর জেরেই রাস্তায় পিছলে পড়লেন প্রায় এক ডজন মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইএম বাইপাসের উপর পার্ক সার্কাস কানেক্টরে। এই ঘটনায় অবশ্য কেউ গুরুতর আহত হননি। তবে বড় দুর্ঘটনা এড়াতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুরের পর থেকে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

পুরসভা সূত্রে খবর, ওই রাস্তার পাশে নর্দমা থেকে মাটি তোলার কাজ চলছে। আর সেই মাটি তোলার পরে রাস্তার পাশে রাখায় তার ভিতরের জল চঁুইয়ে গড়িয়ে আসাতেই এই বিপত্তি। পুলিশ সূত্রে খবর, রাস্তা পিছল হয়ে যাওয়ায় একের পর এক মোটরবাইক আরোহী আছাড় খেতে থাকেন। দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি চার চাকার গাড়িও। এর পরেই তিলজলা ট্রাফিক গার্ড থেকে সায়েন্স সিটিগামী বাইপাসের একাংশ বন্ধ করে দেওয়া হয়। ট্রাফিক গার্ডের অফিসারেরাই খবর দেন কলকাতা পুরসভায়। ঘটনাস্থলে পৌঁছন পুরসভার নিকাশি দফতরের আধিকারিকেরা। মাটি থেকে জল চুঁইয়ে আসা বন্ধ করতে তাঁরা রাস্তায় বালি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

নিকাশি দফতরের এক আধিকারিক জানান, মাটি তুলে তা সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় না। তা থিতিয়ে যাওয়ার জন্য কয়েক দিন সময় দিতে হয়। তার পরেই তা স্থানান্তরিত করা যায়। পুরসভার দাবি, রাতেই এখানে মাটি তোলার কাজ শেষ করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটা পর্যন্ত কাজ হওয়ায় ওই কাদামাটি থিতিয়ে যাওয়ার বিশেষ সময় পায়নি। যার ফলেই বেশি জল বেরিয়েছে। অন্য সময়ে পুরসভা ভোর হওয়ার আগেই এই কাজ শেষ করে।

Advertisement

পুরসভার বক্তব্য, নর্দমার কাছেই কোনও ফাঁকা জায়গা ঘিরে শক্ত মাটির প্রলেপ দিয়ে কাদামাটি রাখলে জল চুঁইয়ে আসে না। কিন্তু এখানে আলাদা জায়গা না থাকাতেই সমস্যা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন