গ্রেফতার তিন পাচারকারী

গত মাসের ‘ক্রাইম কনফারেন্স’-এ তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ জানিয়েছিলেন, বহু অপরাধের পিছনে সক্রিয় মাদক পাচার চক্র কাজ করছে। পুলিশকে নির্দেশও দেন, পাচারকারীদের ধরতে বিশেষ ভাবে তৎপর হোক প্রতিটি থানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৫
Share:

গত মাসের ‘ক্রাইম কনফারেন্স’-এ তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ জানিয়েছিলেন, বহু অপরাধের পিছনে সক্রিয় মাদক পাচার চক্র কাজ করছে। পুলিশকে নির্দেশও দেন, পাচারকারীদের ধরতে বিশেষ ভাবে তৎপর হোক প্রতিটি থানা। নির্দেশ মেনে একবালপুর এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দাদমন শাখার নার্কোটিক বিভাগের অফিসারেরা জানান, মঙ্গলবার রাতেই গ্রেফতার করা হয় শম্ভু লামা ওরফে নেপালি ও নাসির হোসেন নামে দুই গাঁজা পাচারকারীকে। উদ্ধার করা হয় গাঁজা। বুধবারও আনারুল লস্কর নামে এক পাচারকারীকে ধরেন অফিসারেরা। এরা একটি চক্রের মধ্যে থেকে কাজ করে বলে অনুমান পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন