গঙ্গায় নেমে মৃত্যু শিশু ও যুবকের

দু’টি পৃথক ঘটনায় গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল এক শিশু ও এক যুবকের। একটি ঘটনা ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায়, অন্যটি শিবপুর থানা এলাকায়। মৃত শিশুটির নাম সাদ্দাম আহমেদ (৮)। শিবপুরের ঘটনায় মারা গিয়েছেন অভিষেক হাজরা (১৯) নামে এক যুবক। পুলিশ জানায়, উত্তর বন্দর থানা এলাকার জ্যোতিনগর বস্তির বাসিন্দা সাদ্দাম এ দিন দুপুর দেড়টা নাগাদ সর্বমঙ্গলা ঘাটে স্নান করতে নেমেছিল। কিন্তু ঘাট থেকে জলে ঝাঁপ মারার পরে ওই শিশুটিকে দেখতে না পেয়ে ঘাটে থাকা অন্য লোকজন ছুটে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০১:৫২
Share:

দু’টি পৃথক ঘটনায় গঙ্গায় স্নান করতে নেমে মৃত্যু হল এক শিশু ও এক যুবকের। একটি ঘটনা ঘটেছে উত্তর বন্দর থানা এলাকায়, অন্যটি শিবপুর থানা এলাকায়। মৃত শিশুটির নাম সাদ্দাম আহমেদ (৮)। শিবপুরের ঘটনায় মারা গিয়েছেন অভিষেক হাজরা (১৯) নামে এক যুবক।

Advertisement

পুলিশ জানায়, উত্তর বন্দর থানা এলাকার জ্যোতিনগর বস্তির বাসিন্দা সাদ্দাম এ দিন দুপুর দেড়টা নাগাদ সর্বমঙ্গলা ঘাটে স্নান করতে নেমেছিল। কিন্তু ঘাট থেকে জলে ঝাঁপ মারার পরে ওই শিশুটিকে দেখতে না পেয়ে ঘাটে থাকা অন্য লোকজন ছুটে আসেন। কয়েক জন সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন সাদ্দামের খোঁজে। কিছুক্ষণ পরে জলের নীচে থাকা একটি ভাঙা সিঁড়িতে সাদ্দামকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারের পরে দেখা যায়, শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি ময়না-তদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিনই সাদ্দাম জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটত। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ঝাঁপ দিয়ে জলে পড়ার পরে সিঁড়ির ভাঙা অংশে মাথা ঠুকে যাওয়াতেই সাদ্দামের মৃত্যু হয়েছে।

এ দিন দ্বিতীয় ঘটনাটি ঘটে বটানিক্যাল থানা এলাকার দক্ষিণ বাকসাড়ায়। সেখানকার ফার্স্ট বাই লেনের বাসিন্দা অভিষেক চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এ দিন দুপুর দু’টো নাগাদ হাওড়ার বিচালি ঘাটে তিনি দুই বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়েছিলেন। কিন্তু জলে নামার পরে আচমকাই তিনি তলিয়ে যান। অভিষেকের বন্ধুদের চিৎকার শুনে আশপাশের কয়েক জন গঙ্গায় ঝাঁপ দেন। পরে অভিষেকের দেহ মেলে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কী ভাবে ওই যুবক তলিয়ে গেলেন, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement