চুরি করে বমাল গ্রেফতার পরিচারক

সন্দেহজনক ভাবে পালানোর সময়ে নগদ টাকা ও গয়না-সহ বাড়ির পরিচারককে হাতেনাতে গ্রেফতার করল বালিগঞ্জ থানার টহলরত পুলিশ। রবিবার ভোরে, বালিগঞ্জ সার্কুলার রোড থেকে। ধৃতের নাম লেসলি ক্লরান্স রডরিগস ওরফে সুজিত। বাড়ি সোনারপুর এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০০:২৮
Share:

সন্দেহজনক ভাবে পালানোর সময়ে নগদ টাকা ও গয়না-সহ বাড়ির পরিচারককে হাতেনাতে গ্রেফতার করল বালিগঞ্জ থানার টহলরত পুলিশ। রবিবার ভোরে, বালিগঞ্জ সার্কুলার রোড থেকে। ধৃতের নাম লেসলি ক্লরান্স রডরিগস ওরফে সুজিত। বাড়ি সোনারপুর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জ থানার ১৯ ম্যুলেন স্ট্রিটের বাসিন্দা জসপাল সিংহের বাড়িতে সুজিত পরিচারকের কাজ করত। পাশাপাশি, জসপালের একটি রেস্তোরাঁতেও কাজ করত সে। এ দিন ভোরে টহলদারির সময়ে পুলিশকর্মীরা বালিগঞ্জ সার্কুলার রোডে একটি চটের ব্যাগ নিয়ে ইতস্তত ভাবে ঘুরতে দেখেন সুজিতকে। ভোরবেলা ব্যাগ নিয়ে এক যুবককে ও ভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় তাঁদের। পুলিশ জানিয়েছে, তাকে জেরা করতে শুরু করলে সে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এর পরে সুজিতকে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে আর এক প্রস্ত জিজ্ঞাসাবাদ চালান পুলিশকর্তারা।

পুলিশের এক কর্তা জানিয়েছেন, থানায় জেরার সময়ে সুজিত চুরির কথা স্বীকার করে। জানায়, জসপালের বাড়িতে ও রেস্তোরাঁতে কাজের সূত্রে সে ওই বাড়িরই পরিচারকদের একটি ঘরে থাকত। দিন কয়েক আগে জসপাল বিদেশে গিয়েছেন। তাঁর পরিবারও এখন কলকাতায় নেই। সেই সুযোগ নিয়ে সে এই ক’দিনে জসপালের বাড়ি থেকে একটু একটু করে জিনিস সরিয়ে অন্য জায়গায় রাখছিল। পুলিশকে সুজিত আরও জানিয়েছে, রবিবার সে টাকা-গয়না নিয়ে সোনারপুরের বাড়িতে পালানোর ছক কষেছিল। কিন্তু জসপালের বাড়ি থেকে বেরোনোর পরেই সে টহলদারি পুলিশ ভ্যানের মুখোমুখি পড়ে যায়। তাতেই তার ছক বানচাল হয়ে যায়। ধৃতের থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, সোনার গয়না-সহ প্রচুর খুচরো পয়সা। পুলিশের ওই কর্তা জানিয়েছেন, জসপাল বিদেশ থেকে ফিরে লিখিত অভিযোগ করলে তদন্ত শুরু করবেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন