জায়গার অভাব, উদ্যানেই থাকবে যন্ত্রচালিত মই

নতুন যন্ত্রচালিত মই কিনবে পুরসভা। কিন্তু কোথায় সেই মইগুলি রাখা হবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। উঁচু গাছের ডাল ছাঁটা-সহ নানা কাজের জন্য কলকাতা পুরসভা ছ’টি ‘হাইড্রোলিক ল্যাডার’ বা যন্ত্রচালিত মই কিনেছিল। উপযুক্ত জায়গার অভাবে পুরসভা মইগুলি রেখেছিল শহরের বিভিন্ন পার্কে। তার উপরে নতুন মইগুলি এলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

Advertisement

কৌশিক ঘোষ

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৪ ০১:৫৫
Share:

উদ্যানেই ঠাঁই। ছবি: রণজিত্‌ নন্দী।

নতুন যন্ত্রচালিত মই কিনবে পুরসভা। কিন্তু কোথায় সেই মইগুলি রাখা হবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। উঁচু গাছের ডাল ছাঁটা-সহ নানা কাজের জন্য কলকাতা পুরসভা ছ’টি ‘হাইড্রোলিক ল্যাডার’ বা যন্ত্রচালিত মই কিনেছিল। উপযুক্ত জায়গার অভাবে পুরসভা মইগুলি রেখেছিল শহরের বিভিন্ন পার্কে। তার উপরে নতুন মইগুলি এলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

Advertisement

কলকাতা পুরসভার উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “এই মই রাখার ব্যাপারে সমস্যা তো আছেই। তবে এগুলি অত্যন্ত প্রয়োজনীয়। পুরসভার বিভিন্ন বরোর অন্তর্গত পার্কের মধ্যে এগুলি আপাতত রাখা হবে।”

‘আয়লা’র পরে পুরসভা রাস্তায় পড়ে থাকা গাছ সহজে সরালেও বহুতল বাড়ির ছাদে পড়ে থাকা গাছের ডাল সরাতে সমস্যা হয়। উঁচু গাছের হেলে থাকা ডাল কাটতেই সমস্যা হত। কারণ, পুরসভার নিজস্ব কোনও ল্যাডার ছিল না। ‘আয়লা’র সময়ে অন্য সংস্থার থেকে মই ভাড়া করে এনে গাছের ডাল সরাতে হয়েছিল। এর পরেই, কলকাতা পুরসভা প্রায় ৩০ লক্ষ টাকা খরচ করে ‘হাইড্রোলিক ল্যাডার’ কেনার সিদ্ধান্ত নিয়েছিল।

Advertisement

পুরসভার উদ্যান বিভাগের এক আধিকারিক জানান, হাইড্রোলিক ল্যাডার মূলত বহুতল বাড়ির লাগোয়া গাছের ডাল ছাঁটতে অথবা উঁচু গাছের ভেঙে পড়া ডাল সরাতেই কাজে লাগে। এই ধরনের মইয়ের গুরুত্ব বুঝেই পুরসভা তা কেনার সিদ্ধান্ত নেয়। তবে রাখার জায়গা নিয়ে অসুবিধে হচ্ছে। বর্তমানে, পুরসভায় ‘হাইড্রোলিক ল্যাডার’-এর সংখ্যা ছ’টি। পুরসভা সূত্রে খবর, কার্জন পার্কে তিনটি, টালা পার্কে একটি এবং পুরসভার নয় নম্বর বরো অফিস চত্বরে দু’টি ল্যাডার রাখা রয়েছে। প্রয়োজনে এই সব জায়গা থেকে ল্যাডার নিয়ে ব্যবহার করা হয়। এ ছাড়া আর নতুন ছ’টি ল্যাডার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মই রাখার জন্য বড় জায়গার দরকার হয়। কারণ, মইগুলি উচ্চতায় প্রায় ২৯ ফুট। জায়গার অভাবে কোনও বাড়ির চত্বরে এগুলি রাখা সম্ভব হচ্ছে না। এই ধরনের মই রাখার জন্য পার্ক বা উদ্যান ছাড়া পুরসভার কাছে কোনও খোলা জায়গা নেই। অন্য দিকে, খুব ছোট পার্কের মধ্যেও এগুলি রাখা যাবে না। কারণ, সে ক্ষেত্রে খোলা জায়গা থাকবে না।

তাই বড় কোনও পার্কেই এই ধরনের মই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেবাশিসবাবু জানান, পুরসভা থেকে এই ল্যাডার রাখার ব্যাপারে বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে জায়গার সংস্থানের ব্যাপারে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় কারণ, একটি জায়গায় সব মইগুলি রাখলে প্রয়োজনে তা শহরের নানা জায়গায় দ্রুত নিয়ে যেতে অসুবিধা হয়, সময় বেশি লাগে। তাই নির্দিষ্ট বরোতেই কোনও বড় উদ্যানের একাংশে একটি করে মই রাখা হবে বলে ঠিক হয়েছে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, কলকাতার ১৫টি বরোর প্রতিটিতেই একটি করে ল্যাডার রাখা হবে। এর জন্য দক্ষিণে দেশপ্রিয় পার্ক, পার্ক সার্কাস ময়দান এবং আরও কয়েকটি পার্কের নাম পুরকর্তৃপক্ষের চিন্তায় রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন