টুকরো খবর

মাদক-সহ এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার, উত্তর বন্দর থানা এলাকা থেকে। ধৃতের নাম গৌরী দেবী। বাড়ি পোস্তা থানার রেল গেটের কাছে। পুলিশ জানায়, গৌরীর কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন মিলেছে।

Advertisement
শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০২:৩৭
Share:

মাদক-সহ গ্রেফতার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মাদক-সহ এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার, উত্তর বন্দর থানা এলাকা থেকে। ধৃতের নাম গৌরী দেবী। বাড়ি পোস্তা থানার রেল গেটের কাছে। পুলিশ জানায়, গৌরীর কাছ থেকে ৩২ গ্রাম হেরোইন মিলেছে। ওই দিনই আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

প্রয়াত শ্যামল ঘোষাল

চরিত্রাভিনেতা শ্যামল ঘোষাল (৮০) প্রয়াত হলেন। শনিবার রাতে রিজেন্ট এস্টেটের বাসভবনে তাঁর জীবনাবসান হয়। সত্যজিৎ রায়ের ‘মহানগর’, ‘চারুলতা’, ‘চিড়িয়াখানা’ বা ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’ ও ‘যুক্তি তক্কো ও গপ্পো’র মতো ছবিতে শ্যামলবাবুর অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে। তাঁর অভিনয় জীবনের সূচনা ‘হেডমাস্টার’ ছবিটি দিয়ে। সরোজ দে, অসিত সেনের সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া মঞ্চে-বেতারে তৃপ্তি মিত্রের সঙ্গেও শ্যামলবাবুর অভিনয় নজর কেড়েছিল। বছর চারেক ধরে পার্কিনসন্স রোগে ভুগছিলেন তিনি। তাঁর বড় মেয়ে, অভিনেত্রী চৈতী ঘোষাল এ দিন বলেন, “নিঃশ্বাসের কষ্টের জন্য শনিবার দুপুর থেকেই বাবার পরিচর্যা চলছিল। সন্ধেয় একটু ভাল হলেও ফের কাবু হয়ে পড়েন।” রাতে তাঁর মৃত্যু হয়। শ্যামলবাবুর স্ত্রী, তিন মেয়ে, দুই পুত্র ও তাঁদের পরিবার বর্তমান।

ফ্ল্যাটে অপমৃত্যু

নেতাজিনগরে একটি খালি ফ্ল্যাটে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম রূপা মল্লিক (৩২)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুকুরের রেনিয়ায়। ফ্ল্যাটটি অনিল বন্দ্যোপাধ্যায় নামে নেতাজি সুভাষচন্দ্র রোডের এক বাসিন্দার। তাঁর পরিচারিকা হিসেবে রূপা মাঝেমধ্যে ফ্ল্যাটটি ঝাড়পোঁছ করতে যেতেন। রবিবার সকালেও গিয়েছিলেন। হঠাৎই আশপাশের বাসিন্দারা দেখতে পান, গলায় ওড়না দিয়ে ঝুলছেন রূপা। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।

স্বস্তিরূপেণ...

জলকেলি। নিকো পার্কে। ছবি: শৌভিক দে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন