তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর

খাস শহরের বুকে ভাঙচুর হল শাসকদলের কার্যালয়। অভিযোগের তির সিপিএম-এর যুব সংগঠনের উপরে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় টালিগঞ্জের শ্রীমোহন লেনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৪ ১৯:১১
Share:

খাস শহরের বুকে ভাঙচুর হল শাসকদলের কার্যালয়। অভিযোগের তির সিপিএম-এর যুব সংগঠনের উপরে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় টালিগঞ্জের শ্রীমোহন লেনে। পুলিশ জানিয়েছে, এ দিন টালিগঞ্জের তৃণমূল পার্টি অফিসের পাশে ডিওয়াইএফআই কর্মীদের একটি অনুষ্ঠান করার কথা ছিল। অনুমতি ছাড়া মঞ্চ করে অনুষ্ঠান করতে গেলে তৃণমূলের তরফে বাধা দেওয়া হয় তাঁদের। এ নিয়ে দু’পক্ষই বচসায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ, এর পর আচমকাই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালান ডিওয়াইএফ কর্মীরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিওয়াইএফ কর্মীরাও পাল্টা অভিযোগে পুলিশকে জানান, তৃণমূল কর্মীরাই প্রথমে তাঁদের অনুষ্ঠান করতে বাধা দেন। পরে জোরজবরদস্তি মঞ্চ ভেঙে তছনছ করে দেয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এবং শাসকদলের বাড়বাড়ন্তের প্রতিবাদে টালিগঞ্জ থানার সামনে ১০মিনিটের জন্য রাস্তা অবরোধ করেন ডিওয়াইএফ কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন