নিউ টাউন

ফেরেনি মেট্রো-ব্যারিকেড, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

শহরে বাণিজ্য সম্মেলনের সময়ে সৌন্দর্যায়নের জন্য নিউ টাউনের রাস্তার দু’ধারে মেট্রোর ব্যারিকেডিং বোর্ড সরিয়ে টাঙানো হয়েছিল নীল-সাদা কাপড়। বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে, নীল-সাদা কাপড় সরানো হয়েছে। কিন্তু ব্যারিকেডিং বোর্ড আর আগের জায়গায় ফেরেনি। ফলে গোটা নিউ টাউন রোডই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, বোর্ড সরানোর সময়ে তাড়াহুড়ো করতে গিয়ে হিডকো বেশ কয়েকটি বোর্ড ভেঙে ফেলেছে।

Advertisement

আর্যভট্ট খান

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৫ ০০:৩৬
Share:

এ ভাবেই যত্রতত্র ছড়িয়ে আছে ব্যারিকেডিং বোর্ড। —নিজস্ব চিত্র

শহরে বাণিজ্য সম্মেলনের সময়ে সৌন্দর্যায়নের জন্য নিউ টাউনের রাস্তার দু’ধারে মেট্রোর ব্যারিকেডিং বোর্ড সরিয়ে টাঙানো হয়েছিল নীল-সাদা কাপড়। বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে, নীল-সাদা কাপড় সরানো হয়েছে। কিন্তু ব্যারিকেডিং বোর্ড আর আগের জায়গায় ফেরেনি। ফলে গোটা নিউ টাউন রোডই দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে বলে অভিযোগ। আরও অভিযোগ, বোর্ড সরানোর সময়ে তাড়াহুড়ো করতে গিয়ে হিডকো বেশ কয়েকটি বোর্ড ভেঙে ফেলেছে।

Advertisement

নিউ টাউনে যে নির্মাণ সংস্থা মেট্রোর জন্য লাইন তৈরি করছে তার আধিকারিকেরা জানালেন, রাস্তার ধার ঘেঁষে কাজ হওয়ায় ব্যারিকেডিং বোর্ড থাকা খুব জরুরি। কারণ এটি মেট্রোর নির্মাণকর্মীদের সুরক্ষা দেয়। পাশাপাশি কাজ চলাকালীন নানা জায়গায় তৈরি হওয়া খানাখন্দের থেকেও গাড়িগুলিকে বাঁচায় এই বোর্ড। অভিযোগ, এখন বোর্ড ঠিক জায়গায় না থাকায় পুরো রাস্তাটা মেট্রোর নির্মাণকর্মী ও গাড়ি চালকদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছে। এ ছাড়াও ওই রাস্তা দিয়ে প্রচুর ভিআইপিদেরও যাতায়াত রয়েছে। নিউ টাউনের মতো আধুনিক উপনগরীতে ভাঙাচোরা বোর্ডগুলি এখন কার্যত দৃশ্যদূষণেরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

নিউ টাউনের প্রধান রাস্তা এক্সপ্রেসওয়ে হওয়ায় অধিকাংশ গাড়িই যথেষ্ট বেশি গতিতে যাতায়াত করে। ওই রাস্তা বিমানবন্দর যাওয়া বা শহরে ঢোকারও অন্যতম প্রধান পথ। কিন্তু ওই রাস্তায় গিয়ে দেখা গেল বোর্ডগুলির লোহার অংশ রাস্তার দিকে বিপজ্জনক ভাবে বেরিয়ে রয়েছে। যে কোনও গাড়ি তাতে ধাক্কা খেতে পারে। গাড়িচালকদের আশঙ্কা, আগে এই রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারালে ব্যারিকেডিং বোর্ডে ধাক্কা লেগে কিছুটা সামলানো যেত। এখন বোর্ড না থাকায় গাড়ি খানাখন্দে পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Advertisement

প্রশ্ন উঠেছে দিনের পর দিন বোর্ডগুলি বিপজ্জনক ভাবে পড়ে থাকবে কেন? কার দায়িত্ব নতুন করে বোর্ড বসানো? নিউ টাউনে যে ক’টি সংস্থা মেট্রো রেলের কাজ করছে তাদের মধ্যে এক সংস্থার নির্মাণ বিভাগের ম্যানেজার সরোজ হোরের অভিযোগ, বাণিজ্য সম্মেলনের আগে রাতারাতি বোর্ডগুলো কার্যত ভেঙে দিয়ে নীল-সাদা কাপড় টাঙিয়ে দিয়ে যান হিডকোর কর্মীরা। সরোজবাবু বলেন, “এমন ভাবে বোর্ড ভাঙা হয় যে আমাদের বিদ্যুৎ-তারও ক্ষতিগ্রস্ত হয়। তখন ভেবেছিলাম সম্মেলন শেষ হলে হয়তো ওরাই ফের বোর্ড বসিয়ে দেবে। কিন্তু হিডকোর তরফ থেকে কোনও উদ্যোগই দেখছি না।”

অন্য এক নির্মাণ সংস্থার ম্যানেজার পুলক চট্টোপাধ্যায় বলেন, “বোর্ডগুলো বিপজ্জনক ভাবে রাস্তার ধারে পড়ে রয়েছে। সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। দ্রুত বোর্ড সারিয়ে আগের জায়গায় ফেরানো দরকার।”

অভিযোগ কার্যত স্বীকার করে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “বাণিজ্য সম্মেলনের জন্য নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলেই বোর্ড সরানো হয়েছিল। মেট্রোর নির্মাণকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে ফের ব্যারিকেড দেওয়ার কাজ করা হবে। কাজ ইতিমধ্যেই শুরুও হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন