সেনার অনুমতি নিয়ে সংশয়, ধর্মতলায় আটকে ফুটব্রিজের কাজ

সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় শহরের ব্যস্ততম রাস্তায় আটকে রয়েছে ফুটব্রিজ তৈরির কাজ। কলকাতা পুরসভা ডোরিনা ক্রসিং এবং ধর্মতলার মোড়ে ফুটব্রিজ তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু দু’টি ক্ষেত্রেই ফুটব্রিজ তৈরি করতে হলে সেনাবাহিনীর আওতাধীন জমি ব্যবহার করতে হবে।

Advertisement

কৌশিক ঘোষ

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৪ ০৫:৩৭
Share:

কলকাতা: এ ভাবেই রাস্তা পারাপার। ছবি: সুমন বল্লভ।

সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় শহরের ব্যস্ততম রাস্তায় আটকে রয়েছে ফুটব্রিজ তৈরির কাজ।

Advertisement

কলকাতা পুরসভা ডোরিনা ক্রসিং এবং ধর্মতলার মোড়ে ফুটব্রিজ তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু দু’টি ক্ষেত্রেই ফুটব্রিজ তৈরি করতে হলে সেনাবাহিনীর আওতাধীন জমি ব্যবহার করতে হবে। কিন্তু এখনও সেনাবাহিনী অনুমতি না দেওয়ায় এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ারিং দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, “শহরের এই দুই জায়গায় ফুটব্রিজ তৈরি করতে হলে সেনার অনুমতি প্রয়োজন। কারণ, ফুটব্রিজ তৈরি করতে সেনাবাহিনীর আওতাধীন জমির সামান্য অংশ ব্যবহার দরকার। কয়েক মাস আগেই সেনার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু এখনও কোনও অনুমতি আসেনি।”

তৃণমূল বোর্ড পুরসভার দায়িত্ব নেওয়ার পরে শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় ফুটব্রিজ তৈরির জন্য সমীক্ষা চালায়। সমীক্ষা অনুযায়ী ইতিমধ্যেই প্রিন্স আনোয়ার শাহ রোড, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ ফাঁড়ি, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ এবং গড়িয়াহাট ব্রিজের কাছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ফুটব্রিজ তৈরির জন্য দরপত্রের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে পুরসভা বরাত দিয়েছে। এই ক’টি মোড় ছাড়াও আলিপুর চিড়িয়াখানা, গড়িয়া মোড়, মৌলালি, রাজাবাজার মোড়, পার্ক স্ট্রিট এবং আচার্য জগদীশচন্দ্র বসু রোডের মোড়ে ফুটব্রিজ তৈরি করবে পুরসভা।

Advertisement

পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সমীক্ষার সময়েই সিদ্ধান্ত হয়, শহরের ব্যস্ততম ধর্মতলা মোড় এবং ডোরিনা ক্রসিংয়েও একটি ফুটব্রিজ তৈরি করা হবে। দুর্ঘটনা এড়াতে পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল কলকাতা পুলিশও। কিন্তু প্রাথমিক পরিকল্পনার পরেই দেখা যায়, এই দু’টি মোড়ে ফুটব্রিজ তৈরি করতে গেলে সেনাবাহিনীর অনুমোদন প্রয়োজন। ফুটব্রিজ দু’টির একটি দিক সেনাবাহিনীর আওতাধীন জমির মধ্যে পড়ে যাচ্ছে। তাই এই দুই জায়গায় প্রকল্প রূপায়ণের আগেই সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা মোড়ে যে ফুটব্রিজটি তৈরি হওয়ার কথা সেটির চারটি মুখ থাকবে। ডোরিনা ক্রসিংয়ের ফুটব্রিজটি জওহরলাল নেহরু রোড পারাপারের জন্য ব্যবহার করা হবে। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) দিলীপ আদক বলেন, “ধর্মতলা ও ডোরিনা ক্রসিং-এর মোড়ে রাস্তা পারাপার করাই মূল সমস্যা। তাই গাড়ির গতিও কমে যায়। এখানে ফুটব্রিজ হলে সুবিধে। সেই কারণেই পুরসভাকে আমরা অনুমতি দিয়েছি।”

সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের মুখপাত্র তরুণকুমার সিঙ্ঘা বলেন, “কয়েক মাস আগে পুরসভা এই প্রকল্পের জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে। আমরা প্রকল্পের নকশা-সহ রিপোর্ট জমা দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পরে বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।” অতীনবাবু জানান, নির্দেশ মেনে কয়েক দিন আগে কলকাতা পুরসভা সেনাবাহিনীকে এই প্রকল্পের নকশা-সহ সবিস্তার রিপোর্ট পাঠিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন