কোর্টের দ্বারস্থ কুণাল

রাজ্য সরকার তাঁর এমপি ল্যাডের টাকা কেন ছাড়ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ।

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০২:০৫
Share:

রাজ্য সরকার তাঁর এমপি ল্যাডের টাকা কেন ছাড়ছে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষ। ওই সাংসদের আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, এমপি ল্যাডের টাকা কাদের দিতে হবে, সেই ব্যাপারে ২০১৩-র নভেম্বরে একটি এবং ২০১৫-র অক্টোবরে দু’টি সুপারিশ করেন তাঁর মক্কেল। রাজ্য সরকার প্রথম সুপারিশ গ্রহণ করলেও পরের দু’টি গ্রহণ করেনি। তার প্রতিবাদে কুণাল টানা অনশন করার পরে কারা দফতরের ডিজি রাজ্যের কাছে দু’টি সুপারিশ পাঠান। কিন্তু এমপি ল্যাডের ডিরেক্টর জেনারেল সেই সুপারিশ অনুযায়ী টাকা মঞ্জুর করেননি। তাঁর এমপি ল্যাডের টাকার মাত্র সাত কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকা পড়ে আছে রাজ্যের তহবিলে। আইনজীবী জানান, আজ, বৃহস্পতিবার বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে মামলাটির শুনানি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement