আমরণ অনশন করার হুমকি দিলেন কুণাল

জেলে একাধিক বার অনশনে বসেছেন। নিজের সেলে এক বার বেশ কয়েকটা ঘুমের বড়ি খেয়েও নিয়েছিলেন। ৭ জুলাইয়ের মধ্যে তাঁর দাবি মানা না হলে এ বার জেলে আমরণ অনশন করার হুমকি দিলেন কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ জেল কর্তৃপক্ষের মাধ্যমে সিবিআই আদালতের বিচারক অরবিন্দ মিশ্রকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন বলে কারা দফতরের একটি সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:৩০
Share:

জেলে একাধিক বার অনশনে বসেছেন। নিজের সেলে এক বার বেশ কয়েকটা ঘুমের বড়ি খেয়েও নিয়েছিলেন। ৭ জুলাইয়ের মধ্যে তাঁর দাবি মানা না হলে এ বার জেলে আমরণ অনশন করার হুমকি দিলেন কুণাল ঘোষ। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূলের সাসপেন্ড হওয়া সাংসদ জেল কর্তৃপক্ষের মাধ্যমে সিবিআই আদালতের বিচারক অরবিন্দ মিশ্রকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন বলে কারা দফতরের একটি সূত্রের খবর।

Advertisement

বর্তমানে কুণাল প্রেসিডেন্সি জেলে বন্দি। কারা দফতর সূত্রে জানা গিয়েছে, জেল থেকে নিয়মমাফিক কুণাল সুপার ও ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে সিবিআই আদালতের বিচারককে গত ১১ জুন ওই চিঠি পাঠিয়েছেন।

কিন্তু কুণালের দাবি কী? তাঁর বক্তব্য, সারদা ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস-এর মামলায় তিনি সিবিআই-এর হাতে ১৮ জন ‘অভিযুক্তের’ নাম ও তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ তুলে দিয়েছেন। অথচ সিবিআই তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়নি। ৭ জুলাইয়ের মধ্যে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরণ অনশনে বসবেন বলে হুমকি দিয়েছেন রাজ্যের শাসক দলের সাসপেন্ড হওয়া সাংসদ।

Advertisement

জেল সূত্রের খবর, বিচারকের উদ্দেশে লেখা ওই চিঠিতে কুণাল দাবি করেছেন, ‘‘সিবিআই আমার চাপে কোর্টকে জানিয়েছিল, ৭ জুনের মধ্যে সব তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের জেরা কিংবা গ্রেফতার করবে। কিন্তু তা হয়নি। আরও এক মাস সময় চেয়েছে, তাতেও কিছু হবে না।’ কুণালের বক্তব্য, ‘প্রশ্ন হচ্ছে, কাদের বিরুদ্ধে তদন্ত করবে? আমার স্পষ্ট কথা, সিবিআই-কে আমি ১৮ জনের নাম দিয়েছি। এদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ হাতে নিয়ে বসে আছে সিবিআই।’’ কুণাল জানিয়েছেন, ওই ১৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সে দিন থেকে আমরণ অনশনে বসব।

কুণাল আগেও একাধিক বার দাবি করেছেন, ১৮ জন অভিযুক্তের নাম ও তাঁদের বিরুদ্ধে তিনি তথ্যপ্রমাণ সিবিআই-কে দিলেও তদন্তকারী সংস্থা কিছুই করেনি। এই প্রসঙ্গে সিবিআইয়ের এক কর্তা শনিবার বলেন, ‘‘আইনমাফিক সারদা কাণ্ডের তদন্ত করছি। আমরা আদালতের কাছে দায়বদ্ধ। কেউ অনশনে বসবেন কি বসবেন না, সেই ব্যাপারে আমরা কী বলব?’’ রাজ্যের এডিজি (কারা) অধীর শর্মা বলেন, ‘‘কুণাল আমরণ অনশনে বসবেন, এমন কোনও চিঠি প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার পাননি।’’ কারা দফতরের এক কর্তা বলেন, ‘‘এক জন অভিযুক্ত কী ভাবে তদন্তকারী সংস্থাকে শর্ত দিতে পারেন? পরিস্থিতি অনুযায়ী জেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন