Kunal Ghosh

Kunal Ghosh:আগরতলা যাচ্ছি, পুলিশ আমাকে গ্রেফতার করুক, ত্রিপুরায় আরও চার মামলা নিয়ে বললেন কুণাল

কুণাল টুইটে লিখেছেন, ‘ত্রিপুরা সরকার আমার নামে আরও চারটি মামলা দিল। হুবহু এক ধারায়। এখনও পর্যন্ত এই ইস্যুতে ন’টি মামলা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১১:৫৮
Share:

ফাইল ছবি

কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের করা হল ত্রিপুরায়। বৃহস্পতিবার সকালে টুইট করে সে কথা জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক। বৃহস্পতিবার বিকেলেই ত্রিপুরা পৌঁছানোর কথা কুণালের। ত্রিপুরায় পুরভোটের আগে দলের হয়ে প্রচার ও পরিকল্পনা সারতে যাচ্ছেন কুণাল। তবে মামলা করা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। বললেন, ‘‘আজ বিকেলেই তো আমি আগরতলা পৌঁছে যাচ্ছি। এক মামলা, নোটিস না দিয়ে আমাকে চাইলে গ্রেফতার করুক ত্রিপুরার পুলিশ।’’

Advertisement

কুণাল টুইটে লিখেছেন, ‘ত্রিপুরা সরকার আমার নামে আরও চারটি মামলা দিল। হুবহু এক ধারায়। এখনও পর্যন্ত এই ইস্যুতে ন’টি মামলা হল। ওরা জয় শ্রীরাম বলে হামলা করবে। আমি সীতার পাতালপ্রবেশ বললে মামলা। আজ আগরতলা যাচ্ছি। পুলিশ এত মামলা, নোটিসে পরিশ্রম না করে আমাকে গ্রেপ্তার করুক। তৃণমূলকে ঠেকাতে হামলা-মামলার ছক।’

বার বার ত্রিপুরার বিরোধী দলগুলির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন স্থানে পুরভোটে বিজেপি বিরোধী প্রার্থীদের উপর হামলা চলছে। কুণাল বললেন, ‘‘বিজেপি ভয় পাচ্ছে। বিজেপি বুঝতে পেরেছে ত্রিপুরায় তৃণমূল বিকল্প হিসাবে উঠে আসছে। বুধবারও মহিলা প্রার্থীর বাড়িতে হামলা হয়েছে। লাগাতার তৃণমূলের উপর হামলা হচ্ছে।’’ উঠে এসেছে অভিষেক প্রসঙ্গ। সেই ঘটনার কথা উল্লেখ করে কুণাল বলেছেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, তাঁর উপর হামলা হয়েছে, আমাদের মহিলা সাংসদদের উপর হামলা হয়েছে, গ্রামের কর্মীদের উপর হামলা হয়েছে। দোষীরা ধরা পড়ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার নামে মামলা করা হচ্ছে। ওরা জয় শ্রীরাম বলে হামলা করছেন, আর আমি সীতার পাতাল প্রবেশ বললে আমার বিরুদ্ধে মামলা হবে? ওরা বরং ত্রিপুরা রাজ্যে একটা নির্দেশিকা জারি করুন, রামায়ণের কোনও অংশ নিয়ে কথা বলা যাবে, কোন অংশ নিয়ে বলা যাবে না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন