Call Center Scam

বিদেশের লোক ঠকিয়ে গোয়ায় রিসর্ট কুণালের

কুণালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রায় দেড়শো কোটি টাকার। সোমবার বিচার ভবনের সিবিআই (পিএমএলএ) বিশেষ আদালতে তাঁর ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫০
Share:

—প্রতীকী ছবি।

‘কল সেন্টার’ মামলায় অভিযুক্ত কুণাল গুপ্তের বিরুদ্ধে ইংল্যান্ডের ৩০০ জন বাসিন্দা আর্থিক প্রতারণার অভিযোগ করেছিলেন বলে সোমবার কোর্টে দাবি করল ইডি। তদন্তকারীদের দাবি, ২০২০ সালের জানুয়ারিতে ওই মামলার বিষয়ে ওই দেশের একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়। অভিযোগ, ইংল্যান্ডের প্রায় ১৩ হাজার জন কুণালের দ্বারা প্রতারিত। অস্ট্রেলিয়া ও আমেরিকার বাসিন্দাদের প্রতারণায়ও অভিযুক্ত কুণাল।

Advertisement

কুণালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রায় দেড়শো কোটি টাকার। সোমবার বিচার ভবনের সিবিআই (পিএমএলএ) বিশেষ আদালতে তাঁর ৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত হয়। ইডির দাবি, বিদেশে প্রতারণার মামলা দায়েরের পরেই কুণাল বছর দেড়েক দুবাইয়ে আত্মগোপন করেন। গোয়ায় ৩৮ কোটি টাকায় একটি রিসর্ট কিনেছেন প্রতারণার টাকায়। তেমন সম্পত্তি তাঁর অনেক রয়েছে। কলকাতার রেস কোর্সে ঘোড়া কিনেও টাকা বিনিয়োগ করা হয়েছে বলে দাবি।

ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র কুণালের জামিনের বিরোধিতায় বলেন, ‘‘একাধিক ব্যক্তির বয়ান নথিবদ্ধ হয়েছে। তা কোর্টে প্রকাশ্যে বলা যাবে না। কুণাল প্রভাবশালী। বিদেশি প্রতারিতদের নানা সময় শাসানি দিতেন।’’ জেলে গিয়ে তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন বিচারক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন