Law Clerks

আইনজীবীদের সাহায্যের দাবি

কেন্দ্রের আইন মন্ত্রক এবং দেশ ও রাজ্যগুলির বার কাউন্সিলে এ দিন দাবিপত্রও জমা দিয়েছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৭:১৫
Share:

ল ক্লার্ক ও আইনজীবীদের কর্মসূচি। নিজস্ব চিত্র।

করোনা আবহে জীবিকাচ্যুত আইনজীবী এবং ল ক্লার্কদের সাহায্যের দাবিতে সোমবার দেশ জুড়ে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস (এআইএলএজে)। সংগঠনের আহ্বায়ক দিবাকর ভট্টাচার্য জানান, করোনা পরিস্থিতিতে অজস্র আইনজীবী এবং ল ক্লার্কের জীবিকা বন্ধের মুখে। ফলে তাঁরা আর্থিক ভাবে বিপন্ন হয়ে পড়েছেন। এই প্রেক্ষিতে তাঁদের জন্য মাসিক ৩০ হাজার টাকা সাহায্য, বিনা সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ, করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা এবং ভিডিয়ো সম্মেলনের পরিকাঠামোর দাবি তুলেছে এআইএলএজে। কেন্দ্রের আইন মন্ত্রক এবং দেশ ও রাজ্যগুলির বার কাউন্সিলে এ দিন দাবিপত্রও জমা দিয়েছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন