কাজের দাবি, পথে বামেরা

রাজ্যে সিপিএমের সাংগঠনিক প্লেনাম শুরুর ১৫ দিন আগে ছাত্র-যুবদের পথে নামিয়ে শক্তি পরীক্ষায় যাচ্ছে বামেরা। শিক্ষা ও কাজের দাবিতে বামফ্রন্টের ১২টি ছাত্র ও যুব সংগঠন ‘রাজভবন অভিযান’ করবে ১৫ সেপ্টেম্বর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৩
Share:

রাজ্যে সিপিএমের সাংগঠনিক প্লেনাম শুরুর ১৫ দিন আগে ছাত্র-যুবদের পথে নামিয়ে শক্তি পরীক্ষায় যাচ্ছে বামেরা। শিক্ষা ও কাজের দাবিতে বামফ্রন্টের ১২টি ছাত্র ও যুব সংগঠন ‘রাজভবন অভিযান’ করবে ১৫ সেপ্টেম্বর। কলেজ স্ক্যোয়ার থেকে সে দিন মিছিলে হাজার হাজার ছাত্র-যুবকে সামিল করার চেষ্টা হচ্ছে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী‌ অবশ্য এখনও সাক্ষাতের সময় দেননি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র শুক্রবার বলেন, ‘‘তোলাবাজি ও সিন্ডিকেট-রাজ কখনও সংগঠিত ক্ষেত্রে কাজের বিকল্প হতে পারে না। শিক্ষক থেকে শিক্ষাকর্মী, সব ধরনের নিয়োগ বন্ধ। বিধানসভায় ২১১টা আসন জিতলেই এই সত্য আড়ালে চলে যায় না!’’ এই জন্যই ফের পথে নামতে হচ্ছে বলে বাম ছাত্র-যুবদের যুক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement