CPM

মার্কিন সচিবদের সফর ঘিরে সর্বত্র বিক্ষোভে বামেরা

বাম দলগুলির সিদ্ধান্ত, ব্লিঙ্কেন ও লয়েডের সফর চলাকালীন কাল, শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ ও অবস্থান হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ০৮:২০
Share:

প্যালেস্টাইনে ইজ়রায়েলি হামলা বন্ধের দাবিতে ও শান্তির পক্ষে বাম দলগুলির মিছিল। কলকাতায়। —নিজস্ব চিত্র।

প্যালেস্টাইনে ‘গণহত্যা’ বন্ধ এবং যুদ্ধ-বিরতির দাবিতে শহরে একসঙ্গে পথে নামল বামফ্রন্টের শরিক ও ফ্রন্টের বাইরের বাম দলগুলি। সেই সঙ্গেই মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের ভারত সফরের সময়ে বিক্ষোভের ডাক দিল বামেরা। মহাজাতি সদন থেকে বুধবার এন্টালির রামলীলা উদ্যান পর্যন্ত বাম মিছিল থেকে প্যালেস্টাইনে ইজ়রায়েলি হামলা বন্ধের দাবি তোলা হয়েছে। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই। মহাজাতি সদনের সামনে সভায় বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক যথাক্রমে স্বপন বন্দ্যোপাধ্যায়, তপন হোড়, নরেন চট্টোপাধ্যায়, অভিজিৎ মজুমদার এবং এসইউসি-র নেতা তরুণ মণ্ডলেরা ইজ়রায়েল ও আমেরিকার বিরোধিতার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জে যুদ্ধ-বিরতির প্রস্তাবে ভোট না দেওয়ায় মোদী সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। বাম দলগুলির সিদ্ধান্ত, ব্লিঙ্কেন ও লয়েডের সফর চলাকালীন কাল, শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ ও অবস্থান হবে। এই রাজ্যের ব্লকে ব্লকে দুপুরে দু’ঘণ্টা করে বিক্ষোভ চলবে। বাম নেতৃত্বের বক্তব্য, ব্লিঙ্কেন ও অস্টিন লাগাতার ইজ়রায়েলের ‘গণহত্যা’র পক্ষে দাঁড়িয়ছেন এবং যুদ্ধ-বিরতির দাবি উড়িয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন