বাম-তৃণমূল সংঘর্ষ

প্রচারের পতাকা-ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল সিপিএম ও তৃণমূল। রবিবার ভাঙড় কেন্দ্রের কাঁঠালিয়া গ্রামে। শনিবার ওই এলাকায় তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা এবং ভোগালি ২ পঞ্চায়েতের উপপ্রধান মোদার শেখ হোসেন সভা করেন। রবিবার একই জায়গায় সিপিএম মিছিল করে ও পতাকা লাগায়। সেই সময়ে মোদার শেখ হোসেন এবং কয়েক জন তৃণমূল কর্মী দুই সিপিএম কর্মীকে রাস্তায় ফেলে মারধর করেন বলে অভিযোগ।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৪:০৯
Share:

প্রচারের পতাকা-ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল সিপিএম ও তৃণমূল। রবিবার ভাঙড় কেন্দ্রের কাঁঠালিয়া গ্রামে। শনিবার ওই এলাকায় তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লা এবং ভোগালি ২ পঞ্চায়েতের উপপ্রধান মোদার শেখ হোসেন সভা করেন। রবিবার একই জায়গায় সিপিএম মিছিল করে ও পতাকা লাগায়। সেই সময়ে মোদার শেখ হোসেন এবং কয়েক জন তৃণমূল কর্মী দুই সিপিএম কর্মীকে রাস্তায় ফেলে মারধর করেন বলে অভিযোগ।

Advertisement

পাল্টা নালিশ

এ বার সিপিএমের বিরুদ্ধে ব্যানার ও পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। রবিবার এ বিষয়ে বালি থানায় অভিযোগ দায়ের করেন বালির তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তৃণমূল তাদের দেওয়াল-লিখন মুছে দিয়েছে বলে গত শনিবার নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল বালির সিপিএম। এ দিন বালির ৫২ নম্বর ওয়ার্ডের রাধানাথ ব্যানার্জি লেনে মুখ্যমন্ত্রীর ছবি এবং প্রার্থী বৈশালী ডালমিয়ার নাম লেখা ব্যানার, দলীয় পতাকা সিপিএম ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ।

Advertisement

বিজেপির সমর্থন

ভোটে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন করবে বিজেপি। সমর্থনের কথা আগেই জানিয়েছে বামফ্রন্ট। কিন্তু বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ রবিবার দাবি করেন, ‘‘পাহাড়ে বামেদের অস্তিত্বই নেই। ফলে তাদের সমর্থনে কিছু যায় আসে না। বিজেপি আগেও মোর্চাকে সমর্থন করেছে। এ বারও করবে।’’

নালিশ মোর্চার

গোর্খাল্যান্ডের দাবিকে ভারতের অখণ্ডতার উপর আঘাত বলে অভিহিত করায় ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা নেতাজির নাতি চন্দ্র বসুর বিরুদ্ধে তাঁর দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা। চন্দ্রবাবু একটি সাক্ষাৎকারে বলেন, ‘ভারত কি বরবাদি’ বা গোর্খাল্যান্ডের স্লোগানকে ভারতের অখণ্ডতার উপর আঘাত হিসেবে দেখা উচিত এবং তা ঠেকাতে ব্যবস্থা নেওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন