নেতাজি সরিয়ে রাসমণি নয়, চিঠি ফ ব-র

দক্ষিণেশ্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৬৫ বছরের মূর্তি পুরনো জায়গায় ফিরিয়ে আনার আবেদন জানিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:১৯
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণেশ্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ৬৫ বছরের মূর্তি পুরনো জায়গায় ফিরিয়ে আনার আবেদন জানিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।

Advertisement

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে। নরেনবাবুর বক্তব্য, দক্ষিণেশ্বরে রেলের টিকিট কাউন্টারের উল্টো দিকে নেতাজির একটি মূর্তি ছিল। স্কাইওয়াকের কাজের জন্য কয়েক মাস আগে তা সরানো হয়েছিল।

কাজ হয়ে গেলে নেতাজির মূর্তি ফের বসানোর আর্জি জানিয়েছেন তিনি। নরেনবাবু বলেন, ‘‘শোনা যাচ্ছে, ওখানে রানি রাসমণির মূর্তি বসবে। মূর্তি নিয়ে আমরা কোনও বিতর্ক চাই না। নেতাজি-মূর্তির পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করুক প্রশাসন।’’ কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, দুই মূর্তিরই যাতে জায়গা হয়, তা নিয়ে তিনি পুরমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন