Life imprisonment

মাত্র ৬ ইঞ্চি জায়গার জন্য ঝগড়া, মারপিট এবং খুন! বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুর্শিদাবাদে

মাত্র ৬ ইঞ্চি জায়গা। তার জন্য ঝগড়া, মারপিট। এবং খুন! বছর পাঁচেক আগে মুর্শ‌িদাবাদের ভরতপুরে ঘটে যাওয়া সেই ঘটনায় ধৃত দু’জনকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল বহরমপুর আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭
Share:

—প্রতীকী চিত্র।

মাত্র ৬ ইঞ্চি জায়গা। তার জন্য ঝগড়া, মারপিট। এবং খুন! বছর পাঁচেক আগে মুর্শ‌িদাবাদের ভরতপুরে ঘটে যাওয়া সেই ঘটনায় ধৃত দু’জনকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল বহরমপুর আদালত। বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিলেন বিচারক সমরেশ বেরা।

Advertisement

আদালত সূত্রে খবর, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভরতপুর থানার অন্তর্গত পল্লিশ্রী গ্রামে ঘটনাটি ঘটেছিল। খুন হয়েছিলেন জয়চাঁদ বিশ্বাস। ছ’ইঞ্চি জমি দখল নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন তিনি। বচসার সময় তাঁকে ও তাঁর পরিবারকে বাঁশ দিয়ে পিটিয়ে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন প্রতিবেশী সৌরেশ বিশ্বাস, শঙ্কর বিশ্বাস এবং সমীর বিশ্বাসেরা। এর পরেই অভিযোগ দায়ের হয় ভরতপুর থানায়। তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে শঙ্কর এবং সৌরেশকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।

ওই মামলায় মোট ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বৃহস্পতিবার সাজা ঘোষণা করেন বিচারক। কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘জমি বিবাদ নিয়ে গন্ডগোলে খুনের ঘটনা ঘটে। ঘটনার পরেই গ্রেফতার করা হয় বাবা-ছেলেকে। হাই কোর্টে আবেদন করেও জামিন পায়নি। তখন থেকেই হেফাজতে। এই মামলায় সমীর বিশ্বাস, মালা বিশ্বাস ও ববিতা বিশ্বাস এখনও পলাতক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement