ডিসেম্বর থেকে মদের দাম বাড়ছে রাজ্যে। —ফাইল চিত্র।
রাজ্যে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর। সেই অনুসারে আগামী ১ ডিসেম্বর থেকে ‘বিয়ার’ বাদে দেশি ও বিদেশি-সহ অন্য সমস্ত প্রকার মদের দাম বাড়ানো হবে। দফতরের নতুন বিজ্ঞপ্তিতে এ বার স্পষ্ট ভাবে জানানো হল, কোন শ্রেণির মদে ঠিক কতটা মূল্যবৃদ্ধি হতে চলেছে।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। পাশাপাশি, ১৮০ মিলিলিটারের ক্ষেত্রে বোতল প্রতি ১০ টাকা দাম বৃদ্ধি করা হবে। দেশি এবং অন্য লাইসেন্সওয়ালা মদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘বিয়ার’কে আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে।
এই বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা যাবে বলেই মনে করছে আবগারি দফতর। রাজস্ব বৃদ্ধির জন্য আবগারি নীতি সংস্কারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজ্য সরকারি আধিকারিকদের একাংশ। ফলে মদের গুদাম থেকে খুচরো বিক্রেতা— সকল স্তরেই নতুন মূল্য তালিকা মেনে চলা বাধ্যতামূলক করা হচ্ছে।
আফগারি দফতর জানিয়েছে, নতুন দাম কার্যকর হওয়ার আগে ৩০ নভেম্বর পর্যন্ত পুরনো দামে মজুদ মদ বিক্রি করতে পারবেন পরিবেশক ও পাইকারি বিক্রেতারা। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলে পুরনো মূল্যে বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে। বিক্রেতাদের বিরুদ্ধে জরিমানা থেকে লাইসেন্স বাতিল— সব ধরনের শাস্তির ব্যবস্থা খোলা রাখা হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলার মদের দোকানে ইতিমধ্যেই নতুন মূল্য তালিকা পাঠানোর কাজ শুরু হয়েছে। সাধারণ ক্রেতাদেরও শীঘ্রই নতুন দাম সম্পর্কে অবগত করা হবে বলে দফতর সূত্রে খবর। সরকারের দাবি, মূল্যবৃদ্ধি সত্ত্বেও বাজারে জোগান বজায় থাকবে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে নজরদারি আরও জোরদার করা হবে।