Primary Recruitment Case

৩২ হাজার চাকরি বাতিল মামলা ৭ মে শুনবে হাই কোর্ট, সব পক্ষকে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালে ওই মামলায় ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল আদালত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১১:৩৬
Share:

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:১৫ key status

কী কী হল আদালতে

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা সোমবার কলকাতা হাই কোর্টে উঠেছিল। বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানান, ৭ মে মামলার শুনানি শুরু হবে। প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই দিন মামলার সব পক্ষকে কাগজপত্র (পেপার বুক) আদালতে জমা দিতে হবে। একাধিক আইনজীবীর বক্তব্য একসঙ্গে শোনার সময় নেই আদালতের। বিচারপতি জানিয়েছেন, যে আইনজীবীদের বক্তব্য একই, বিষয় একই, কোনও এক জনের নেতৃত্বে তাঁদের আদালতে নিজেদের বক্তব্য একসঙ্গে পেশ করতে হবে।

 এর আগে প্রাথমিকের এই মামলা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। তার পর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে। ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তারই শুনানি শুরু হবে ৭ মে থেকে।

এর আগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে রায় দিয়েছিল হাই কোর্ট। পরে সুপ্রিম কোর্ট নেই নির্দেশ বহাল রেখেছে। চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। তা নিয়ে এখনও আন্দোলন চলছে। আদালত জানিয়েছে, চলতি বছরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে হবে এসএসসিকে। সেই আবহেই এ বার প্রাথমিকের মামলাটির দিকে তাকিয়ে গোটা রাজ্য।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:১১ key status

আইনজীবীদের নির্দেশ

ডিভিশন বেঞ্চ সোমবার জানায়, ৩২ হাজার নিয়োগ বাতিলের মামলায় অনেক আইনজীবীর একই বক্তব্য শোনার মতো সময় নেই আদালতের। যাঁদের একই বক্তব্য এবং একই প্রসঙ্গ, সেই আইনজীবীদের এক জনের নেতৃত্বে আদালতকে নিজেদের বক্তব্য জানাতে হবে।

Advertisement
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:০৯ key status

সব পক্ষকে নির্দেশ

প্রাথমিক মামলার সকল পক্ষকে আগামী ৭ তারিখ কাগজপত্র (পেপার বুক) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:০৮ key status

প্রথম সওয়াল পর্ষদের

সোমবার বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে প্রাথমিকের মামলাটি উল্লেখ করা হয়েছে। বিচারপতি জানান, ৭ মে মামলাটি শোনা হবে এবং প্রথম সওয়াল করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:০৬ key status

৭ মে শুনানি শুরু

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি কলকাতা হাই কোর্টে শুরু হবে আগামী ৭ মে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৫ key status

২০১৪ সালের টেটের মামলা

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৪ key status

বিচারপতি সরে যান

ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি থেকে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। তার পর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি পাঠিয়েছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে।

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৩৪ key status

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ৩২ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল। সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। তারই শুনানি সোমবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement