Abhishek Banerjee

ভোট গেলেই বহিরাগতরা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে: অভিষেক

কলকাতা ও দিল্লিতে একই সরকার প্রসঙ্গে অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘‘কেন একই সরকার থাকবে? চুরি করায় সুবিধা হবে বলে?’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গঙ্গারামপুর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১৫:৩৯
Share:

গঙ্গারামপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরের সভা থেকে অভিষেক বলেন, ‘‘এই সব বহিরাগতরা ভোটের পর রাজ্য থেকে পালিয়ে যাবে।’’ ‘তোলাবাজ ভাইপো’ আক্রমণের জবাবও দিয়ে শুভেন্দুকে পাল্টা তোলাবাজ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ।

Advertisement

বিজেপিতে যোগ দেওয়ার দিনই ‘তোলাবাজ ভাইপো হঠাও’ স্লোগান তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার জবাবে আগেও শুভেন্দুকে পাল্টা তোলাবাজ বলে আক্রমণ করেছেন অভিষেক। গঙ্গারামপুরের সভাতেও তিনি বলেন, ‘‘আমাকে তোলাবাজ ভাইপো বলা হচ্ছে। কিন্তু তোলাবাজ তো আপনি। টিভিতে টাকার বান্ডিল নিতে আপনাকেই দেখেছিল মানুষ।’’ এর পর জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বলেন, ‘‘টিভিতে টাকা নিতে দেখেছিলেন কাকে? কে টাকা নিয়েছিল?’’ একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘‘তোলাবাজ প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলতেও রাজি আছি।’’

গঙ্গারামপুরের সভায় বিজেপিকে আক্রমণের পাশাপাশি অভিষেকের মূল নিশানায় ছিলেন শুভেন্দুই। শুভেন্দু একাধিক সভায় বলেছেন, তিনি চান কলকাতা ও দিল্লিতে একই সরকার থাকুক। অভিষেক প্রশ্ন তুলেছেন, ‘‘কেন দিল্লি আর কলকাতায় একই সরকার থাকবে? চুরি করায় সুবিধা হবে বলে?’’ তাঁর দাবি, ‘‘দেখবেন মধ্যপ্রদেশ, গুজরাতে কোনও চোর ধরা পড়ে না। দুর্নীতি ধরা পড়ে না। কারণ ওই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। ফলে সিবিআই-ও নেই, ইডি-ও নেই।

Advertisement

এ বারের ভোটে অন্যতম ইস্যু ‘বহিরাগত’। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে লাগাতার বহিরাগত বলে আক্রমণ করছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্য দিকে বৃহস্পতিবারই নেতাইয়ে গিয়ে তৃণমূল নেতাদেরই বহিরাগত বলে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে অভিষেক বলেন, ‘‘আমাকে তোলাবাজ ভাইপো বলে আক্রমণ করছে। আমার নাম নিতে পারে না। কিন্তু আমি নাম করে বলছি দিল্লির নেতারা বহিরাগত। কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। দিলীপ ঘোষ গুন্ডা। আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। হিম্মত থাকলে আমার নামে মামলা করে দেখান। আমি কোর্টে লড়ে নেব।’’

শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘আগে নিজের বাড়িতে পদ্ম ফুটিয়ে দেখান। গঙ্গারামপুরের সভায় ফের সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘‘আমি বলার পরেই এক ভাইকে বিজেপিতে জয়েন করিয়েছে। বাকিদেরও কোয়রান্টিনে পাঠিয়ে দিয়েছে। ভালই হয়েছে। আমাদের চিহ্নিত করতে সুবিধা হয়েছে।’’

অভিষেকের বক্তব্য:

• নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলায় জন্ম না দিত, তা হলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার কেউ থাকত না

• তাতে আমাদের চিহ্নিত করতে আমাদের সুবিধা হয়েছে

• বাকিদেরও কোয়রান্টিনে পাঠিয়ে দিয়েছে

• সঙ্গে সঙ্গে নিজের একটা ভাইকে নিয়ে এসে বিজেপিতে জয়েন করিয়েছে

• আমি বলেছিলাম, নিজের পরিবারে আগে পদ্মফুল ফোটাও

• টিভির পর্দায় আপনারা কাকে টাকা নিতে দেখেছেন?

• আরে ভাই তোলাবাজ তো তুমি

• কলকাতা আর দিল্লিতে একই সরকার চাই, কেন? চুরি করতে সুবিধা হবে বলে?

• ওই লাইন ছিল দুঃখের, আর এই লাইন (দুয়ারে সরকার) আশার

• মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে

• আপনারা জানেন, মোদী সরকার নোটবন্দি আর জিএসটি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল

• দিলীপ ঘোষ গুন্ডা, আকাশ বিজয়বর্গীয় গুন্ডা

• আমি বলছি দিল্লির নেতারা বহিরাগত

• আমার নাম নিতে পারে না, কিন্তু আমি নাম ধরে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত

• তোলাবাজ ভাইপো, এসব বলতে হবে না, আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না

• আমাকে বলছে তোলাবাজ ভাইপো হঠাও

• আমি বাংলায় কথা বলি, আর আমাকে বলা হচ্ছে বহিরাগত

• ভোট গেলেই বহিরাগতরা রাজ্য থেকে পালিয়ে যাবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন