এ বার কোর্টে বিজেপির গোষ্ঠী কোন্দল

শুক্রবার ৭ জেলার সভাপতি বদলের বিজ্ঞপ্তি জারি করে বিজেপির রাজ্য দফতর। তার পরেই গোষ্ঠী কোন্দল তীব্র হয় বসিরহাটে। মাসুদের আইনজীবী তথা জেলা কংগ্রেসের নেতা অমিত মজুমদার বলেন, ‘‘গত ২৩ মার্চ কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হাজারিলাল সরকারকে দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি করা হয়। ২০ জুলাই তিনি জানতে পারেন, তাঁকে সরিয়ে দিলীপবাবুরা গণেশ ঘোষকে ওই পদে বসিয়েছেন। এটা সম্পূর্ণ অবৈধ।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৮ ০৪:৪৩
Share:

প্রতীকী ছবি।

এ বার আদালত পর্যন্ত গড়াল বিজেপির জেলা সভাপতি বদলের কোন্দল। বসিরহাট আদালতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করলেন স্থানীয় বিজেপি নেতা মাসুদ রহমান।

Advertisement

শুক্রবার ৭ জেলার সভাপতি বদলের বিজ্ঞপ্তি জারি করে বিজেপির রাজ্য দফতর। তার পরেই গোষ্ঠী কোন্দল তীব্র হয় বসিরহাটে। মাসুদের আইনজীবী তথা জেলা কংগ্রেসের নেতা অমিত মজুমদার বলেন, ‘‘গত ২৩ মার্চ কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হাজারিলাল সরকারকে দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি করা হয়। ২০ জুলাই তিনি জানতে পারেন, তাঁকে সরিয়ে দিলীপবাবুরা গণেশ ঘোষকে ওই পদে বসিয়েছেন। এটা সম্পূর্ণ অবৈধ।’’

বস্তুত, দিলীপবাবু ছাড়াও দলের সাংগঠনিক সভাপতি সুব্রত চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা পর্যবেক্ষক অজয় ঘোষ এবং গণেশবাবুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষক অজয়বাবুর সঙ্গে মতানৈক্য ছিল হাজারিবাবুর। অভিযোগ, তারই জেরে রাতারাতি হাজারিবাবুকে সরানো হয়। গণেশবাবুর বক্তব্য, ‘‘১০ বছর আরএসএস করেছি। ৪ বছর আগে বিজেপিতে যোগ দিয়েছি।
জেলা সাম্পাদকের পদ সামলেছি। দল যোগ্য মনে করেছে বলেই দায়িত্ব দিয়েছে।’’ এ বিষয়ে দিলীপবাবুর বক্তব্য, ‘‘আমাদের উকিলরা বিষয়টি সামলাচ্ছেন। দলের সংবিধান অনুযায়ী, যে কোনও সময় জেলা সভাপতি বদল করা যায়। এ ক্ষেত্রেও কোনও বেআইনি কাজ হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন