পাল্টা মারুন, এ বার লকেট

তাপস পাল থেকে অনুব্রত মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল সিংহ— চোখের বদলে চোখ, হাতের বদলে হাতের আস্ফালন যেন থামছেই না। এ দিন শাসক দলের আক্রমণের মোকাবিলায় হিংসাত্মক পথ নেওয়ার পরামর্শ দিল বিজেপি। সমালোচনাতেও যে তিনি তাঁর আগের মন্তব্যে অনড় থাকছেন, জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:০৪
Share:

তাপস পাল থেকে অনুব্রত মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল সিংহ— চোখের বদলে চোখ, হাতের বদলে হাতের আস্ফালন যেন থামছেই না।

Advertisement

এ দিন শাসক দলের আক্রমণের মোকাবিলায় হিংসাত্মক পথ নেওয়ার পরামর্শ দিল বিজেপি। সমালোচনাতেও যে তিনি তাঁর আগের মন্তব্যে অনড় থাকছেন, জানিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। ক্যানিং বাসস্ট্যান্ডে জনসভায় তিনি বলেন, ‘‘তৃণমূল আমার বিরুদ্ধে যত থানাতেই অভিযোগ করুক, আমার বক্তব্য থেকে এক চুলও সরব না। পুলিশকর্মীদের বলছি, তৃণমূলের লোক মারতে এলে আপনারা তাদের ঠ্যাঙানি দিন।’’

ওই সভাতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘মারতে এলে ভয় পাবেন না। প্রথমে পুলিশের কাছে যান। পুলিশ কিছু না করলে গণধোলাই দিন। মানুষ মৃত্যুকে ভয় পায়। দেখবেন, অপরাধীরা পালাচ্ছে।’’ লকেটের বক্তব্য, ‘‘চোখ রাঙাবেন না। আমরাও চোখ রাঙাতে পারি। আমরাও পারি মেরুদণ্ড ভেঙে দিতে। যদিও এই নীতিতে আমরা বিশ্বাসী নই।’’

Advertisement

তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘সে দিন পর্যন্ত যাঁরা উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত ছিলেন, রাজনীতিতে আসা সেই সব ব্যক্তিদের থেকে জ্ঞানের উপদেশ শুনতে মানুষ রাজি নন।’’ তাঁর অভিযোগ, উস্কানি দিয়ে লকেটরা অশান্তি বাধাতে চেষ্টা করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন