ক্ষমতায় এলে বড়মাকে সর্বোচ্চ সম্মান: অভিষেক

শনিবার বনগাঁ লোকসভার দলীয় প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে গোপালনগরে সভা করেন অভিষেক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০১:৪০
Share:

—ফাইল চিত্র।

ভোটের আগে মতুয়াদের মন পেতে এ বার ‘বড়মা’ বীণাপাণি দেবীকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার আগাম ঘোষণা করলেন যুব তৃণমূলের সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শনিবার বনগাঁ লোকসভার দলীয় প্রার্থী মমতাবালা ঠাকুরের সমর্থনে গোপালনগরে সভা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বড়মাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে ভূষিত করেছেন। মাস দু’য়েক আগে প্রধানমন্ত্রী এসে বড়মার সঙ্গে দেখা করলেন। কিন্তু তাঁর জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ বা ভারতরত্ন— কোনও সম্মানই ঘোষণা করলেন না।’’ এর পরেই তাঁর আশ্বাস, কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হলে ‘বড়মা’কে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জবাবে বলেছেন, ‘‘তৃণমূল ঠাকুরবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। মতুয়ারা তাই ওদের নিয়ে বিতশ্রদ্ধ। মতুয়া ভোট আর ওদের সঙ্গে নেই। সেটা বুঝতে পারছে বলেই এ বার বড়মাকে নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করছে।’’ বিজেপির দাবি, অভিষেকের বক্তব্য নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হতে পারে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, বনগাঁ এবং রানাঘাটের নির্বাচনে মতুয়া ভোট যে গুরুত্বপূর্ণ তা বুঝতে পারছে সব পক্ষই। সে কারণেই বার বার দলমত নির্বিশেষে ঠাকুরবাড়ি ওই অঞ্চলের রাজনীতির কেন্দ্রে চলে আসছে।

এ দিনের বক্তৃতায় মতুয়া প্রসঙ্গ ছাড়াও অভিষেক প্রধানমন্ত্রী ও বিজেপির সমালোচনায় সরব হন। তাঁর দাবি ‘‘প্রধানমন্ত্রী জওয়ানদের নিয়ে রাজনীতি করেন।’’ তাঁর কটাক্ষ, ‘‘বাংলার নাম শুনলেই মোদী-শাহ আঁতকে ওঠেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement