Lok Sabha Election 2019

রাজনীতি করলে বিরূপ কথা শুনতেই হয়: শাহ

মোদীর রাজত্বে শাহের ছেলে জয় শাহের ব্যবসা ও সম্পত্তি রাতারাতি ফুলেফেঁপে উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০৩:২৯
Share:

ছবি: পিটিআই।

যিনি রাজনীতি করতে এসেছেন, প্রয়োজনে অপ্রিয় কথা তাঁকে শুনতেই হবে বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দু’জনেই এখন রাজ্যে ‘বুয়া-ভাতিজার দুর্নীতিরাজ’ চলছে বলে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন। সোমবার রাজারহাট ও ক্যানিংয়ে শাহ বলেন, ‘‘বাংলায় কিচ্ছু হয় না। সব কিছু মমতাদিদির সিন্ডিকেটে চলে যায়। এখন তো সিন্ডিকেটেও যায় না, সব টাকাই ভাতিজার কাছে চলে যায়।’’

Advertisement

পরে এবিপি আনন্দে এক সাক্ষাৎকারে এই ধরনের অভিযোগ প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেন, ‘‘দিদি তাঁর ভাইপোকে রাজনীতিতে এনেছেন। দুর্নীতি নিয়ে কথা বলা কোনও ব্যক্তিগত বিষয় নয়। তাই তিনি যা করবেন, তা নিয়ে কথা শুনতেই হবে।’’

মোদীর রাজত্বে শাহের ছেলে জয় শাহের ব্যবসা ও সম্পত্তি রাতারাতি ফুলেফেঁপে উঠেছে। সেই কথা তুলে মমতাও তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেন। এদিন সেই অভিযোগ নিয়েও শাহকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘আমিও তা শুনছি। এ গুলো সহজ ভাবে নিতে হবে। জয় তো রাজনীতিতেও নেই। আমি আছি।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অভিষেক সম্পর্কে মোদী-শাহের ক্রমাগত আক্রমণের জবাবে এদিন বজবজের সভায় মমতা বলেন, ‘‘আমার পরিবারে সবাই রাজনীতি করেন। কিন্তু আমি চাইনি বলেই কেউ কখনও সামনে আসেননি। একমাত্র অভিষেক এসেছে। আর তা নিয়ে এত গাত্রদাহ। বলছে, আমাদের পরিবারের সবাই না কি তোলাবাজ। আমার পরিবারের নখের যোগ্য নন আপনারা। হিংসুটে সব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন