Lok Sabha Election 2019

শাহের দাবি অন্তত ২৮২, পার্থের মতে ‘আকাশ-কুসুম’

শাহের আশা ‘আকাশকুসুম’ কল্পনা বলে উড়িয়েছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ০৩:২৬
Share:

—ফাইল চিত্র।

এ বার লোকসভা ভোটে বিজেপি একক ভাবে দেশে ২৮২-র বেশি আসন পাবে বলে দাবি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সোমবার এবিপি আনন্দ-র সাক্ষাৎকারে শাহ বলেন, ‘‘দেশে ২৮২টির বেশি আসন পাবে বিজেপি।’’ বঙ্গে অন্তত ২৩টি আসন গেরুয়া শিবির পাবেই বলে বহু দিন ধরেই দাবি করছেন শাহরা। এ দিনও ফের সেই আশার কথা শুনিয়ে শাহ বলেন, ‘‘২৩ তারিখে ফল বেরোলে অন্তত ২৩টি আসন বাংলায় পাবই।’’

Advertisement

তৃণমূল অবশ্য শাহের আশা ‘আকাশকুসুম’ কল্পনা বলে উড়িয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘আকাশ দিয়ে উড়ে এসে সভা করছেন বলে মাটিরখবর রাখেন না। রাখলে বুঝতেন, এ রাজ্য তো বটেই, সারা দেশে তাঁদের পায়ের তলার জমি আলগা। একটি সর্বভারতীয় দলের সভাপতির মুখে এমন উদ্ভট কথা শুনলে হাসি পায় না, করুণা হয়।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement