ভাঙড় জমি কমিটির সমর্থন বিকাশকে, প্রার্থী অনুরাধাও

রাজ্যের ১২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে পিডিএস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৫:১৪
Share:

বিকাশরঞ্জন ভট্টাচার্য। —ফাইল চিত্র

ভাঙড় আন্দোলনে তাঁর ‘সহযোগী ভূমিকা’র কথা মনে রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থনের কথা জানাল জমি, জীবিকা কমিটি এবং সিপিআই (এম-এল) রেড স্টার। ভাঙড় আন্দোলনের অন্যতম নেতা এবং রেড স্টারের রাজ্য সম্পাদক অলিক চক্রবর্তী মঙ্গলবার জানিয়েছেন, তাঁরা বিকাশবাবুকেই বিপুল ভোটে জয়ী করার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছেন। একই দিনে আবার পিডিএস জানিয়েছে, তাদের রাজ্য সম্পাদক এবং ভাঙড়ের সংহতি কমিটির অন্যতম নেত্রী অনুরাধা পূততুণ্ডকে তারা যাদবপুর কেন্দ্রেই প্রার্থী করছে।

Advertisement

যাদবপুর, মথুরাপুর, উত্তর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১২টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে পিডিএস। তাদের বক্তব্য, বিজেপিকে পরাস্ত করাই এই মুহূর্তে প্রধান কাজ। ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করা সব দলের এই সময়ে ঐক্য গড়ার দায়িত্ব পালন করা উচিত ছিল। কিন্তু তৃণমূল, বামফ্রন্ট বা কংগ্রেস কেউই সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না। অন্য দিকে, রেড স্টার জানিয়েছে, তারা বালুরঘাট, বিষ্ণুপুর, বাঁকুড়া, বারাসত, ব্যারাকপুর ও দমদমে প্রার্থী দেবে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement