Lok Sabha Election 2019

আমডাঙায় এ বার বাঁশ নিয়ে পাল্টা তাড়া অর্জুন সিংহকে, দেখুন ভিডিয়ো

এ দিন সকাল ১১টা নাগাদ বুথ পরিদর্শন করতে কাঁকিনাড়ায় পৌঁছলে তৃণমূলের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন।

Advertisement

সিজার মণ্ডল

ব্যারাকপুর শেষ আপডেট: ০৬ মে ২০১৯ ১১:৪৪
Share:

তৃণমূল কর্মীদের তাড়া করার সময় পড়ে যাচ্ছেন অর্জুন সিংহ। পরে আমডাঙায় তাঁকে তৃণমূল কর্মীরা বাঁশ নিয়ে তাড়া করেন বলে অভিযোগ। —নিজস্ব চিত্র।

অনুগামীদের নিয়ে লাঠি উঁচিয়ে দৌড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের তাড়া করার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল কর্মী-সমর্থকদের তাড়া খেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। সোমবার নির্বাচনের দিন কাঁকিনাড়ার মনসাতলা প্রাইমারি স্কুলে বুথ পরিদর্শনে গিয়ে তিনি তৃণমূল কর্মীদের তাড়া করেছিলেন। তার সাড়ে ৪ ঘণ্টা পরে আমডাঙার তেঁতুলিয়ায় গিয়ে তিনি তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁকে সামনে পেয়ে তৃণমূলের কর্মী-সমর্থকেরা বাঁশ নিয়ে তাড়া করেন বলে অভিযোগ। তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আমডাঙার তেতুলিয়া। ভাঙচুর চালানো হয়েছে অর্জুনের নিরাপত্তারক্ষীর গাড়িতে, ভাঙচুর চালানো হয়েছে সাংবাদমাধ্যমের গাড়িতেও।

Advertisement

সোমবার সকাল থেকেই অতিসক্রিয় দেখা গিয়েছে অর্জুন সিংহকে। এ দিন সকাল থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি, জগদ্দল, হালিশহর এলাকাগুলোতে রীতিমতো চরকির মতো পাক দিচ্ছিলেন অর্জুন সিংহ। সকালে ভোট দিয়েই চলে গিয়েছিলেন ব্যারাকপুরের মোহনপুরে। সেখানে তৃণমূল কর্মী এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। হাতাহাতিতে ঠোঁট ফেটে যায় তাঁর।

তার পর থেকে টানা ২টো পর্যন্ত জগদ্দল, নৈহাটি, হালিশহর চত্বর রীতিমতো চষে বেরিয়েছেন অর্জুন। কখনও বহিরাগতদের তাড়াতে গিয়ে পড়ে গেলেন, তো কখনও গাড়িতে বসেই এলাকাবাসীর সঙ্গে কথা বললেন।

Advertisement

মোহনপুরে জখম হওয়ার পর তিনি ফের জখম হন কাঁকিনাড়া পৌঁছে। সকাল ১১টা নাগাদ বুথ পরিদর্শন করতে কাঁকিনাড়ায় পৌঁছলে তৃণমূলের কর্মীরা অর্জুনকে ঘিরে বিক্ষোভ দেখান। ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তাঁরা। প্রথমে অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের ছত্রভঙ্গ করেন। অর্জুন বুথ পরিদর্শনের পর ফিরে আসছিলেন, ঠিক সে সময়ই ফের অর্জুনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মীরা।

এ বার আর নিরাপত্তারক্ষী বা তাঁর কর্মীদের উপর ভরসা রাখেননি অর্জুন। নিজেই বিক্ষোভ দেখানো তৃণমূল কর্মীদের তাড়া করতে শুরু করেন। পিছন পিছন লাঠি নিয়ে দৌঁড়তে থাকেন তাঁর কর্মীরাও। দৌড়তে গিয়ে অর্জুন পরে গিয়েও অল্প চোট পান তিনি। এ সবের মধ্যে বেলা আড়াইটা নাগাদ অর্জুনের কাছে ফোন আসে, আমডাঙার তেঁতুলিয়ায় একটা সমস্যা দেখা গিয়েছে। ফোন পেয়েই ফের আমডাঙার দিকে রওনা হন তিনি। সেখানে অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপির অভিযোগ, বাঁশ দিয়ে অর্জুন এবং তাঁর অনুগামীদের পাল্টা তাড়া করেন তাঁরা। কোনওমতে অর্জুনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁকে রক্ষা করেন।

তৃণমূল কর্মীদের তাড়া করছেন অর্জুন সিংহ। —নিজস্ব চিত্র।

অর্জুন সিংহ যেখানে সকাল থেকে চরকি পাক দিতে ব্যস্ত, তাঁর প্রধান প্রতিপক্ষ দীনেশ ত্রিবেদীকে কিন্তু তেমনটা করতে দেখা গেল না। উল্টে অর্জুনের গড় ভাটপাড়াকেই নির্বাচনের দিন লক্ষ্য করলেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যত ভাটপাড়ার অলিতেগলিতে চক্কর দিলেন। একবার শুধু ব্যারাকপুরের মোহনপুরে তিনি গিয়েছিলেন। বাকি সময়টা ভাটপাড়াতেই থেকেছেন। সেই প্রসঙ্গ টেনে এনে আমডাঙা রওনা দেওয়ার আগে অর্জুন সিংহকে প্রশ্ন করা হয়, তৃণমূলই পরিকল্পনা করে তাঁকে চরকির মতো পাক খাওয়াচ্ছে কি না? উত্তরে অর্জুন বলেন, ‘‘চক্রব্যূহে ওরাই পড়েছে, অর্জুন নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন