জ্ঞানবন্তকে সরিয়েই সোনা নিয়ে তদন্ত দাবি

এ বার বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে সোনা-কাণ্ডের তদন্ত করার আবেদন জানাল বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০২:৩৮
Share:

কলকাতা বিমানবন্দরে ১৫ মার্চ গভীর রাতে সোনা বাজেয়াপ্ত করার তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতরের তরফে
দিল্লিতে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সোনা-কাণ্ড নিয়ে বিতর্ক অব্যাহত। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব এখনও দিতে পারেনি শুল্ক দফতর।

Advertisement

এ বার বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংহকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে সোনা-কাণ্ডের তদন্ত করার আবেদন জানাল বিজেপি। দিন দুয়েক আগে তারা এই আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে। চিঠিতে সরাসরি অভিষেকের নাম না-করে অবশ্য বিজেপি নেতারা লিখেছেন, শাসক দলের অতি গুরুত্বপূর্ণ এক নেতার স্ত্রীর বিরুদ্ধে গত ১৫ মার্চ গভীর রাতে (অর্থাৎ ১৬ মার্চ ভোরে) কলকাতা বিমানবন্দরে বেআইনি সোনা আনার অভিযোগ উঠেছে। শুল্ক দফতর অভিযোগ করেছে, সে-দিন ব্যাঙ্কক থেকে আসা ওই মহিলাকে ছেড়ে দেওয়ার জন্য তদ্বির করে বিমানবন্দর থানার পুলিশ। ওই থানা সরাসরি জ্ঞানবন্তের অধীনে। এই বিষয়ে ওই বিমানবন্দর থানাতেই ২২ মার্চ শুল্ক দফতরের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতানেত্রীদের দাবি, শুল্ক দফতরের অভিযোগ সত্য হলে জ্ঞানবন্তকে তাঁর পদ থেকে সরিয়ে সবিস্তার তদন্ত করা হোক। তা না-হলে পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়।

এই বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে জ্ঞানবন্ত ফোন ধরেননি। মোবাইলে পাঠানো বার্তারও জবাব দেননি।

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন