রাজ্যে ভোটের রাশ নিচ্ছে কেন্দ্রীয় বিজেপি

তাঁদের ‘ওয়ার রুমে’ রাজ্য বা জেলা বিজেপির কোনও স্তরের কোনও নেতাকে না ডাকলে তাঁরা ঢুকতে পর্যন্ত পারবেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৫
Share:

প্রতীকী ছবি।

লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে বঙ্গ বিজেপির নেতাদের ভূমিকাকে ক্রমশই ছেঁটে ফেলছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এর আগে রাজ্যকে বাদ দিয়ে সঙ্ঘ পরিবারের উপর ভোটের ‘ভিশন ডকুমেন্ট’ তৈরির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বার ৪২টি লোকসভা কেন্দ্রের প্রতিটির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো ৩০ সদস্যের একটি করে গোষ্ঠী কাজ করবে। তাঁদের ‘ওয়ার রুমে’ রাজ্য বা জেলা বিজেপির কোনও স্তরের কোনও নেতাকে না ডাকলে তাঁরা ঢুকতে পর্যন্ত পারবেন না।

Advertisement

বিজেপি সূত্রের খবর, কলকাতার মাহেশ্বরী ভবনে শুক্রবার রাজ্য পদাধিকারী বৈঠকে এই তথ্য জানান দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বৈঠকে আরও বলা হয়, ওই গোষ্ঠী-সদস্যদের কম্পিউটারগুলি রাজ্য এবং জেলা নেতাদের নাগালের বাইরে রাখতে সেগুলির পাসওয়ার্ড প্রতি দিন বদলানো হবে। জেলা এবং রাজ্য নেতাদের দৈনিক কাজকর্মের রিপোর্ট প্রতি দিন দিল্লিতে পাঠাবে ওই গোষ্ঠীগুলি। রাজ্য বিজেপির একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন, রাজ্য এবং জেলার পাঠানো তথ্যে অনেক সময়ই তাদের কাজ এবং দলের অগ্রগতি বাড়িয়ে দেখানো হয়। সেই ‘জল’ বাদ দিয়ে ‘সারটুকু’ বুঝে নিতেই এ বার নিজেদের ‘লোক’ পাঠাচ্ছেন তাঁরা। বস্তুত, কৈলাস এ দিন বৈঠকে ফের জেলা নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের কাজে নজর রাখা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে যাঁরা ‘আশানুরূপ’ কাজ করতে পারবেন না, তাঁদের দায়িত্ব থেকে মুক্ত করা হবে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, ‘‘দিল্লির ওই গোষ্ঠীগুলি কল সেন্টার চালাবে। ওই গোষ্ঠীগুলিতে বেতনভুক কর্মীরা কাজ করবেন। দিল্লি তাঁদের নিয়ন্ত্রণ করবে। তাঁদের কম্পিউটারে পাসওয়ার্ডের ব্যবস্থা থাকবে গোপনীয়তার স্বার্থে।’’ এ দিনের বৈঠকে দিলীপবাবু জানান, আগামী লোকসভা ভোটে ২২টি আসন তাঁদের ‘পাখির চোখ’। তার জন্য প্রায় ৮০% বুথে কমিটি তৈরি করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন কর্মীরা। ডিসেম্বর মাসে রাজনৈতিক রথযাত্রা নিয়েও বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

Advertisement

আরও পড়ুন: এ রাজ্যে লোকসভা নির্বাচনে রামের ‘লক্ষ্য’ বাম ভোট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন