বাবুলের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত

শনিবার বাবুলের মনোনয়নপত্র দাখিলের সময় গানটি ঘণ্টা তিনেক বাজে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচন অফিসার তথা জেলাশাসকের দফতরেও তা বেজেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৩:৫২
Share:

বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

বঙ্গ বিজেপির থিম গানে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। অথচ রাজ্যের বিভিন্ন প্রান্তে দাপটে বাজছে সেই গান। ওই গানের বাণীতে আপত্তি কিসের, রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর তার ব্যাখ্যা দেওয়ার আগে পর্যন্ত তা বাজবে বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতারা। এই অবস্থায় ওই বিতর্কিত গান বাজানোর জন্য আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে পারে বলে সিইও দফতর সূত্রের খবর।

Advertisement

শনিবার বাবুলের মনোনয়নপত্র দাখিলের সময় গানটি ঘণ্টা তিনেক বাজে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচন অফিসার তথা জেলাশাসকের দফতরেও তা বেজেছিল। এ বিষয়ে তাঁরা রিপোর্ট চেয়েছেন বলে জানান অতিরিক্ত সিইও সঞ্জয় বসু। তিনি বলেন, ‘‘লিখিত রিপোর্ট চেয়েছি। শুনছি, কোথাও কোথাও বাজছে।’’ এ ক্ষেত্রে কমিশন কি আইনি পদক্ষেপ করবে? সঞ্জয়বাবু বলেন, ‘‘কমিশন আইনের বাইরে কিছু করে না।’’ সংশ্লিষ্ট সূত্রের খবর, ওই গানের জন্য বাবুলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে চলেছে কমিশন। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচন অফিসার শশাঙ্ক শেঠি বলেন, ‘‘কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজেপির মিছিলে বিতর্কিত গান বাজানোর অভিযোগ পেয়েছি। আমরা সংশ্লিষ্ট এআরও (অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার)-র রিপোর্ট চেয়েছি।’’

নিষেধাজ্ঞা সত্ত্বেও বাবুলের গান বাজানো হচ্ছে কেন? রাজ্য বিজেপির নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মুকুল রায় বলেন, ‘‘বাংলা অভিধানে পিসি শব্দটি রয়েছে। সিইও দফতর বলছে, পিসি শব্দটি বাদ দিতে হবে। ওই গানের হিন্দি ভার্সানের অনুমোদন মিলেছে। আমরা ব্যাখ্যা চেয়েছি। ব্যাখ্যা পাওয়ার আগে পর্যন্ত গানটি বাজানো হবে।’’ গানের বাণী পুনর্বিবেচনা করার জন্য বঙ্গ বিজেপি-কে নির্দেশ দিয়েছিলেন সিইও দফতরের কর্তারা। কিন্তু নতুন করে গানের বাণী জমা দেয়নি বিজেপি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন