মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু দীপার

রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন দীপা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৫:১৬
Share:

প্রস্তুত: বয়রা কালীবাড়িতে দীপা। বুধবার। —নিজস্ব চিত্র

মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি।

Advertisement

বুধবার কালিয়াগঞ্জের শ্রীকলোনির বাড়ি থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের বয়রা কালীবাড়িতে যান দীপা। ফুল, বেলপাতা, মিষ্টি দিয়ে কালীপুজো দেন। অঞ্জলি দেন ও চরণামৃতও খান তিনি। এর পরে তালতলায় কংগ্রেস কার্যালয়ে যান। সেখানে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রায় ৫০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন বলে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের দাবি। তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দীপা। তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ অবশ্য এ কথা অস্বীকার করেন। তাঁর দাবি, কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করছে।

পরে রায়গঞ্জের রেল স্টেশন সংলগ্ন দলের উত্তর দিনাজপুর জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন দীপা। সেখানে সাংবাদিক সম্মেলন করার পরে নির্বাচনী প্রচারের রণকৌশল নিয়ে জেলা কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী গোলাম রব্বানির খাসতালুক গোয়ালপোখরে গিয়ে নির্বাচনী প্রচার নিয়ে বৈঠক করেন দীপা। শেষে বাগডোগরা বিমানবন্দরে গিয়ে বিকালের বিমানে দিল্লির উদ্দেশে রওনা হন।

Advertisement

দীপার কথায়, ‘‘অতীতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বাসিন্দারা আমার স্বামী প্রিয়রঞ্জন দাশমুন্সি ও আমাকে একাধিক বার জয়ী করেছেন। এ বারও তাঁরা আমাকে জয়ী করবেন।’’

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের দাবি, দীপা এ দিন জরুরি কাজে দিল্লি গিয়েছেন। আগামী শুক্রবার কালিয়াগঞ্জের বাড়িতে ফিরে প্রচার শুরু করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন