চৈনগরের হেঁশেলে দীপা

এ দিন বেলা ১২ টা নাগাদ কাঁটা তারের ধার ঘেঁষা রাস্তা ধরে হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া, মাকড়হাট, মহিষগাঁও, গোরুয়া এলাকার বাসিন্দাদের কাছে প্রচারে যান দীপা।

Advertisement

সৌমিত্র কুণ্ডু 

রায়গঞ্জ শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০৬:১১
Share:

চৈনগরের দীপা। ছবি: সন্দীপ পাল।

আগের দিন পর্যবেক্ষকরা ঘুরে গিয়েছিলেন। সীমান্তের বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ, সমস্যা শুনে তা দূর করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার হেমতাবাদের সীমান্তবর্তী ওই সমস্ত এলাকা ঘুরে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীরা। দীপা কখনও প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের হেঁশেলে ঢুকে সেখানকার দলীয় মহিলা কর্মীকে উৎসাহ দিলেন কংগ্রেসের সমর্থনে ভোটের প্রচারে নামতে। আবার কখনও মহিলাদের সঙ্গে আড্ডায় মাতলেন। হেঁশেলে বাটা মাছ রান্নার তোড়জোড় করছিলেন নাজেমা খাতুন। দীপা হেঁশেলে ঢুকে পিঁড়িতে বসতেই আশেপাশের মহিলারা ভিড় করেন। তাঁদের সঙ্গে ঘরোয়া আড্ডা, আলাপচারিতা সারেন দীপা। গত পঞ্চায়েত নির্বাচনে হুমকি, সন্ত্রাসের জেরে অনেকে ভোট দিতে পারেনি অভিযোগ শুনে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের দাবিও তুলেছেন তিনি। একই সুরে দেবশ্রীও জানান, বাসিন্দারা চাইছেন, কেন্দ্রীয় বাহিনী সীমান্তের ওই সমস্ত গ্রামে রুট মার্চ করুক।

Advertisement

এ দিন বেলা ১২ টা নাগাদ কাঁটা তারের ধার ঘেঁষা রাস্তা ধরে হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মানিকপাড়া, মাকড়হাট, মহিষগাঁও, গোরুয়া এলাকার বাসিন্দাদের কাছে প্রচারে যান দীপা। সেখানে নাজেমা খাতুন, জিন্নত খাতুন, তৈমুর আলির মতো সাধারণ বাসিন্দা, দলের কর্মীরা জানান, পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল তৃণমূল অবাধে ছাপ্পা ভোট দিয়েছে। পাহাড়পুর-সহ সীমান্তের অনেক বুথে ছাপ্পা ভোট হয়েছে। বাসিন্দারা অনেকেই ভোট দিতে পারেনি। ভয়ে অনেকে ভোট দিতে যাননি। দীপা তাঁদের অভয় দিয়ে জানান, নির্বাচনী আধিকারিককে ইতিমধ্যেই বিষয়গুলো জানানো হয়েছে। তৃণমূল অবশ্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের নির্দেশ মতো ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়। যে সমস্ত বাসিন্দারা হুমকির শিকার, ভোট দিতে যেতে পারেননি বলে অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিডিও পৃথ্বীশ দাস জানান। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী দু’দিন আগে রাড়িয়া, হেমতাদের কিছু এলাকায় রুট মার্চ করেছে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন