গাড়ি ব্যবহারে অনুমতি জরুরি ‘ভিআইপিদের’

কমিশন সূত্রের ব্যাখ্যা, প্রতিটি রাজনৈতিক দলে বেশ কয়েক জন ‘ভিআইপি’ প্রার্থী থাকেন, যাঁরা বিভিন্ন ক্যাটেগরির নিরাপত্তা পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৯ ০২:১৮
Share:

—ফাইল চিত্র।

প্রচারের ক্ষেত্রেও এ বার নিয়ন্ত্রণ আনল জাতীয় নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ প্রার্থী (ভিআইপি) এবং তারকা প্রচারকদের (স্টার ক্যাম্পেনার) কমিশনের অনুমতি নিয়ে প্রচারে নিরাপত্তা কনভয়ের ব্যবহার করতে হবে বলে কমিশন সূত্রের খবর। জেলা প্রশাসনগুলিকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি।

Advertisement

কমিশন সূত্রের ব্যাখ্যা, প্রতিটি রাজনৈতিক দলে বেশ কয়েক জন ‘ভিআইপি’ প্রার্থী থাকেন, যাঁরা বিভিন্ন ক্যাটেগরির নিরাপত্তা পান। ওই প্রার্থীরা যখন নিবিড় প্রচারে (ডোর-টু-ডোর প্রচার) যান তখন নিরাপত্তা কনভয় তাঁদের সঙ্গে থাকে। এক দিকে দলীয় কর্মী, অন্য দিকে তাঁদের নিরাপত্তারক্ষীদের ব্যবহৃত গাড়ির সংখ্যা বেড়ে যায় কনভয়ে।

অন্য দিকে, প্রার্থীর হয়ে কোনও ভিআইপি প্রচারে (আঞ্চলিক ডোর-টু-ডোর) এলেও গাড়ির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। অনেকগুলি গাড়ির কনভয় নিয়ে প্রার্থী কোনও এলাকায় প্রচারে গেলে তা ভোটারদের উপর প্রভাব ফেলে। কখনও কখনও তা আতঙ্কেরও সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কমিশনের অনেকেই। সেই কারণেই প্রধানত গাড়ির ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। তবে এই বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলতে না চাইলেও শনিবার রাজ্যের অতিরিক্ত সিইও সঞ্জয় বসু বলেন, ‘‘আদর্শ আচরণ বিধিতে প্রচারে গাড়ির ব্যবহারের ব্যাখ্যা রয়েছে। সেই অনুযায়ী গাড়ির ব্যবহার করতে হবে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কমিশন সূত্রের ব্যাখ্যা, বিধি অনুয়ায়ী এমন প্রচারে ১০টি গাড়ি একসঙ্গে থাকতে পারে। কিন্তু তার পরে অন্তত ১০০ মিটারের ব্যবধানে কোনও গাড়ি রাখা যায় না। এই বিধি ঠিক মতো মানা হচ্ছে কি না, এ বার তা-ই খতিয়ে দেখবে কমিশন। এ ক্ষেত্রে গাড়ি নিয়ে প্রচার করতে হলে কমিশনের নির্দিষ্ট অ্যাপে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করে অনুমতি নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন