বহিরাগত রুখতে পদক্ষেপ কমিশনের

যে কোনও নির্বাচনে হোটেল বা অতিথিশালায় বহিরাগত এনে রাখা হয়। যা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৪:০২
Share:

—ফাইল চিত্র।

ভোট পর্বে বহিরাগত তত্ত্ব নিয়ে অভিযোগ ঠেকাতে পদক্ষেপ করছে রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতর। সে কারণে হোটেল এবং অতিথিশালাগুলির বিশেষ নজর দেওয়ার জন্য কলকাতা এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিল সিইও দফতর। যদিও এই নির্দেশ এখনও সর্বত্র না গেলেও দু-একদিনের মধ্যে তা পৌঁছে যাবে বলে খবর।

Advertisement

অতিথি আসার চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশকে তথ্য জানাতে হবে হোটেল এবং অতিথিশালা কর্তৃপক্ষকে। পুলিশের মারফত যা পৌঁছে যাবে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের কাছে। সাধারণভাবে বেশ কয়েকদিন অন্তর অতিথিদের রেজিস্ট্রার থানায় পাঠাতেন হোটেল এবং অতিথিশালা কর্তৃপক্ষ। পাশাপাশি কোনও অতিথির সম্পর্কে সন্দেহ হলেও তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে পুলিশের সঙ্গে। হোটেল এবং অতিথিশালার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের উপর বাড়তি গুরুত্ব আরোপ করছে কমিশন। তাঁদের মতে, ফুটেজ সংরক্ষিত না থাকলে অপরাধীর বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যা হতে পারে।

যে কোনও নির্বাচনে হোটেল বা অতিথিশালায় বহিরাগত এনে রাখা হয়। যা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেই অভিযোগে বাঁধ দিতে আগেভাগেই রাশ টানতে চাইছে কমিশন। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মত কমিশনের একাংশের।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন