রাজ্যের দায়িত্ব থেকে সরানো হল শর্মাকে

সূত্রের খবর, বিতর্কের পরিপ্রেক্ষিতে ‘বেদনাহত’ শর্মা নিজেও আর পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাতে চাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

বিতর্কের জেরে দায়িত্ববদল। রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফের প্রাক্তন ডিরেক্টর জেনারেল (ডিজি) কে কে শর্মার নিয়োগ বাতিল করল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল প্রাক্তন আইপিএস অফিসার বিবেক দুবেকে।

Advertisement

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের পুলিশ পর্যবেক্ষক হিসেবে শর্মার নাম প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, তিনি বিএসএফের ডিজি পদে থাকাকালীন সঙ্ঘ-ঘনিষ্ঠ একটি সংগঠনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সে ক্ষেত্রে তাঁর কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা কী করে আশা করা যায়, প্রশ্ন তোলে বিজেপি বিরোধী দলগুলি। শর্মাকে বদল করার দাবি জানিয়ে কমিশনের কাছে চিঠিও পাঠায় তারা।

এর পরেই বৃহস্পতিবার বৈঠকে বসেন কমিশনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, বিতর্কের পরিপ্রেক্ষিতে ‘বেদনাহত’ শর্মা নিজেও আর পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাতে চাননি। এই অবস্থায় তাঁকে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার পুলিশ পর্যবেক্ষক করে তাঁর জায়গায় বিবেক দুবেকে আনা হয়েছে। তিনি আগামিকাল, শনিবার রাজ্যে আসতে পারেন বলে খবর।

Advertisement

কে এই বিবেক দুবে?

১৯৮১ ব্যাচের আইপিএস দুবে অন্ধ্রপ্রদেশের এডিজি (ওয়েলফেয়ার) হিসেবে অবসর নেন। তার আগে সিবিআইয়ে কর্মরত অবস্থায় তিনি বিলকিস বানো মামলার তদন্তের দায়িত্বে ছিলেন। গুজরাতে ২০০২ সালের দাঙ্গার সময়ে বিলকিসের পরিবারের ১৪ জন খুন হন। গর্ভবতী অবস্থায় বিলকিসকে গণধর্ষণ করা হয়। তাঁর দু’বছরের শিশুকন্যাকে পাথর দিয়ে মাথা থেঁতলে মেরে ফেলা হয়। কিন্তু গুজরাত পুলিশ ধর্ষণের কথা এফআইআরে উল্লেখ করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেকের নেতৃত্বে সিবিআই তদন্তে ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচ জন পুলিশকর্মী এবং দুই ডাক্তারও দোষী সাব্যস্ত হন। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর হিসেবে আবু সালেমকে দেশে ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বিবেক।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন