বাংলায় দাঙ্গা নেই, তাই ঈর্ষা বিজেপির: মমতা

সাধারণ মানুষের জন্য কেন্দ্রের বিজেপি সরকার কিছুই করেনি। দেশের পক্ষে মোদী সরকার সব থেকে বড় বিপদ। পান্ডুয়ায় নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৩:৪৩
Share:

—ফাইল চিত্র।

টাকা দিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। হুগলি জেলার পান্ডুয়ায় ভোট প্রচারে গিয়ে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতার দাওয়াই, কাউকে টাকা বিলি করতে দেখলেই তাঁর ছবি তুলে রাখুন। এ দিন হাওড়ার আমতাতেও জনসভা করেন তৃণমূল নেত্রী। সেখানে তিনি বলেন, ‘‘বাংলায় দাঙ্গা নেই, তাই ঈর্ষা বিজেপির।’’ আমতার জনসভা থেকে বিজেপিকে ভুঁইফোড়, অত্যাচারী, দানবিক সরকার বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

Advertisement

শনিবার পান্ডুয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রত্যাশামতোই কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা। একইসঙ্গে তুলে ধরলেন বাংলায় তৃণমূল সরকারের কাজের খতিয়ানও। শনিবার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল নেত্রী বিজেপির পাশাপাশা সিপিএমকেও নিশানা করেন। বর্তমানে সিপিএমের হার্মাদরা বিজেপিতে যোগ দিয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

এ দিনের জনসভা থেকে ফের একবার নরেন্দ্র মোদীকে ‘রসগোল্লা’ খোঁচা দিতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলায় একটিও আসন পাবে না বিজেপি। মমতার কথায়, ‘‘বিজেপির জন্য মাটির রসগোল্লা তৈরি হচ্ছে। তাতে কাঁকর মোশানো থাকবে।’’

Advertisement

পান্ডুয়ায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী বললেন:

• এলাকায় কেউ টাকা দিচ্ছেন দেখলে তার ছবি তুলে রাখুন।

• ভোটে জিততে বিজেপি টাকা বিলোচ্ছে।

• বিজেপির জন্য মাটির রসগোল্লা তৈরি হচ্ছে।

• রসগোল্লায় মাটি-কাঁকর ভরে দেব।

• কেন্দ্রে সরকার গড়তে পারবে না বিজেপি।

• মোদীর আমলে সাধারণ মানুষ ব্যাঙ্কের টাকা পাচ্ছেন না।

• বাংলায় রসগোল্লা পাবে বিজেপি।

• তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে বিজেপি কোনও আসন পাবে না।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

• ব্যাঙ্কের টাকা কার ঘরে ঢুকছে কেউ জানেন না, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

• বিজেপি দাঙ্গাবাজের দল।

• নোটবন্দির জন্য ১০০ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

• মোদীর আমলে গ্যাস, পেট্রল-ডিজেলের দাম বেড়েছে।

• বিজেপির আমলে গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন।

• দেশের সব থেকে বড় বিপদ মোদী সরকার।

• ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রের বিজেপি সরকার।

• সিপিএমের হার্মাদ এখন বিজেপির ওস্তাদ।

• বিজেপির দয়ায় বেঁচে আছে সিপিএম।

• বিজেপি হিন্দুদের দল নয়।

• ৫ বছরে কোনও কাজ করেনি কেন্দ্রের মোদী সরকার।

• মোদীর আমলে দেশে বেকারত্ব বেড়েছে, প্রচার সভা থেকে তোপ মমতার।

(মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর পড়ুন আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement