গোর্খা সেনার স্মৃতি সংরক্ষণ চান মমতা

বক্তব্যের শেষের দিকেও একবার প্রাক্তন সেনাদের অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। গোর্খা রেজিমেন্টের কৃতিত্বের কথাও উল্লেখ করেন তিনি।

Advertisement

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৯ ০২:১০
Share:

—ফাইল চিত্র।

পাহাড়ে গোর্খা রেজিমেন্টের কৃতিত্বকে স্মরণীয় করে রাখার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

শুক্রবার কার্শিয়াংয়ের মন্টেভিউ স্কুলের মাঠে দার্জিলিং কেন্দ্রের দলীয় প্রার্থী অমর সিংহ রাইয়ের সমর্থনে জনসভা করেন তিনি। এ দিন সভায় শ্রোতার আসনে উপস্থিত ছিলেন স্থানীয় বেশ কিছু প্রাক্তন ফৌজি। তাঁরা যে সভায় এসেছেন, সে কথা মুখ্যমন্ত্রীকে জানান মোর্চা নেতা অনীত থাপা। মমতা বলেন, ‘‘আপনারা সভার গৌরব বাড়িয়ে দিয়েছেন। আপনাদের অভিনন্দন জানাই। আপনারা ভাল থাকুন। দেশকে দিশা দেখান।’’

বক্তব্যের শেষের দিকেও একবার প্রাক্তন সেনাদের অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। গোর্খা রেজিমেন্টের কৃতিত্বের কথাও উল্লেখ করেন তিনি। তাদের স্মৃতি সংরক্ষণ করতে পদক্ষেপ করার কথা ভাবছেন বলে জানান মুখ্যমন্ত্রী। কী ভাবে গোর্খা রেজিমেন্টের স্মৃতিকে সংরক্ষণ করা যায়, তা নিয়ে পাহাড়বাসীর পরামর্শও চান।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

মমতা বলেন, ‘‘আমি গোর্খা রেজিমেন্টের জন্য গর্ববোধ করি। এমন কিছু করতে চাই, যাতে জীবনভর মানুষ গোর্খা রেজিমেন্টের কথা মনে রাখে।’’ এর মধ্যেই আবার এ দিন সেনাদের নামে ভোট চাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘মোদী, অমিত শাহ, তোমরা আসবে, চলে যাবে। কিন্তু সেনারা থাকবে। তাদের নিয়ে রাজনীতি করো না।’’

সভায় উপস্থিত প্রাক্তন সেনারাও এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেন। প্রাক্তন সেনাকর্তা প্রতাপ গুরুং বলেন, ‘‘সেনাকে রাজনীতির বাইরে রাখা উচিত। মুখ্যমন্ত্রী গোর্খা রেজিমেন্টকে স্মরণীয় করে রাখতে যে পরিকল্পনা করেছেন, তা প্রশংসনীয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement