Lok Sabha Election 2019

‘স্টিকার দিদি’ কেন্দ্রের প্রকল্পকে রাজ্যের বলে চালাচ্ছেন, মথুরাপুরে মোদীর নিশানায় মমতা

১৯ মে শেষ দফায় এ রাজ্যে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার রাত ১০টার পর শেষ হচ্ছে এই দফার প্রচার। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৯ ১৬:৪০
Share:

মথুরাপুরের সভায় নরেন্দ্র মোদী। ছবি: টুইটার থেকে

‘স্পিডব্রেকার দিদি’র পর এবার ‘স্টিকার দিদি’। শেষ দফার প্রচারের শেষ লগ্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়া অস্ত্রে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরাপুরের সভা থেকে মোদীর অভিযোগ, কেন্দ্রের প্রকল্পগুলি নিজের বলে চালাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ কেন্দ্রের প্রকল্পে রাজ্যের স্টিকার সাঁটিয়ে দিচ্ছেন। সেই কারণেই মমতাকে ‘স্টিকার দিদি’ সম্বোধনে বিঁধলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মথুরাপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্যামাপ্রসাদ হালদারের সমর্থনে স্থানীয় বিবেকানন্দ শিশু উদ্যানে নির্বাচনী জনসভায় যোগ দেন মোদী।

Advertisement

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মোদী-মমতা জোর তরজা চলছে। উত্তরপ্রদেশের মউয়ের সভায় মোদী যেমন বলেছেন, বিদ্যাসাগরের মূর্তি তৈরি করে দেবেন তাঁরা, তেমনই মথুরাপুরের সভা থেকে মমতা পত্রপাঠ ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। মোদী বলেছেন, ‘তৃণমূলের গুন্ডারা’ মূর্তি ভেঙেছে। পাল্টা অমিত শাহকেই গুন্ডা বলেছেন মমতা। এই তপ্ত রাজনৈতিক বাক্য বিনিময়ের মধ্যেই মথুরাপুরে মোদী ফের বলেন, ‘‘তৃণমূলের গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। এই মূর্তি যারা ভেঙেছে, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার।’’

রাজ্যে প্রচারে এসে মমতা এবং তাঁর দলের নেতাদের বিরুদ্ধে সারদা-নারদা নিয়ে বরাবরই সরব হয়েছেন মোদী-অমিত শাহরা। এ দিন মথুরাপুরের সভা থেকে সেই চিট ফান্ড এবং ঘুষকাণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কাণ্ডকেও। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের গুন্ডারা মূর্তি ভেঙেছে। সিসিটিভি ফুটেজেও সেটা রয়েছে। কিন্তু মমতার সরকার সারদা-নারদার মতোই সেই প্রমাণ লোপাট করছে।

Advertisement

১৯ মে শেষ দফায় এ রাজ্যে মোট ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার রাত ১০টার পর শেষ হচ্ছে এই দফার প্রচার। বুধবারই নির্বাচন কমিশন এক দিন আগেই প্রচার শেষ করার নির্দেশিকা জারি করেছে।

মোদীর বক্তব্য

• এ বার কৃষকদের মতো মৎস্যজীবীদেরও ক্রেডিট কার্ড দেওয়া হবে

• মৎস্যজীবীদের জন্য আলাদা মন্ত্রক বানানো হবে, এতদিন পশুপালন বিভাগ এই কাজ করত

• এতে মানুষের কর্মসংস্থান হবে, রোজগার বাড়বে

• হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত নদীপথে যোগাযোগ তৈরি হচ্ছে

• তাই উনি স্টিকার দিদি

• কেন্দ্রীয় সরকারের প্রকল্পে নিজের স্টিকার লাগিয়ে দেন দিদি

• আপনাদের ভালবাসায় আমি অভিভূত

• এখানে উন্নয়নে স্পিড ব্রেকার লাগিয়ে দিয়েছেন দিদি

এখানে তোলাবাজ, গুন্ডাদের সিন্ডিকেট বানিয়ে রেখেছেন

• দিদিকে আমার প্রশ্ন, বাংলাকে কোন দিকে নিয়ে যেতে চাইছেন তিনি

• বাংলার সাধারণ মানুষকে কথায় কথায় জেলে ভরে দেন দিদি, কিন্তু চোর-ডাকাত গুন্ডাদের ছেড়ে রেখেছেন

• দিদি ভারতের প্রধানমন্ত্রীকে মানেন না, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানেন

• পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য দিদির বিন্দুমাত্র চিন্তা নেই

• ভয় পাবেন না দিদি, বাংলার এই সত্য স্বীকার করে নিন

• ভোটে জয় পরাজয় হয়েই থাকে, যে মানুষ আপনাকে এত সম্মান দিয়েছিল, সেই মানুষই আজ আপনাকে সরাতে চাইছে

• আপনার বিছানাপত্র গোটানোর সময় হয়ে এসেছে

• এখানে দুর্গাপুজো নিয়ে সমস্যা আছে

• এখানে বিজেপিই প্রথম এই সব নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে

• আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানেই থাকুন, বাংলায় কোন দল দুষ্কৃতীদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য কাজ করছে

• মূর্তি ভাঙায় জড়িতদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার

• এই মূর্তি ভাঙার কাজ যারা করেছে, তারা পাপ করেছে

• তৃণমূল সরকার যে ভাবে নারদা-সারদার প্রমাণ গায়েব করেছে, সেভাবেই এই কাণ্ডেও করছে

• ওখানে সিসিটিভির ফুটেজ আছে

• মহান শিক্ষাবিদ, সমাজ সংস্কারক বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে

• টিএমসির গুন্ডারা তুফান তুলে দিয়েছে

• এর জন্য গণতন্ত্রের বদনাম হচ্ছে

• ভোটপ্রচারের সময় এবং গত তিন-চার দিন যা হচ্ছে আপনারাও দেখছেন

• যেভাবে দিদি পশ্চিমবঙ্গকে নিজের এবং ভাইপোর জায়গিরদার মনে করছে, যে ব্যবহার করছে, তা রাজ্যবাসী জেনে গিয়েছে

• আপনাদের এই ভালবাসা আমি ভুলব না

• রাস্তা দিয়ে এসেছি, এখানে যে সংখ্যায় মানুষ দেখছি, হেলিপ্যাডের কাছে তার তিন গুণ বেশি মানুষ ছিলেন

• আমি একটু আগেই হেলিকপ্টারে নেমেছি

• বাংলাই বিজেপিকে ৩০০ আসন পার করিয়ে দেবে

• পশ্চিমবঙ্গের মানুষ এক বিশেষ পরীক্ষার সামনে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement