—ফাইল চিত্র।
কোথাও থাকবে বাস, কোথাও ছোট-বড় গাড়ি। কোথাও থাকবে টোটো-ভুটভুটি। এমন নানা যানবাহনে প্রতি বুথ থেকে কমপক্ষে ২০ জন করে কর্মী-সমর্থকদের মাঠমুখী করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। আজ, বুধবার দিনহাটার সংহতি ময়দানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা কানায় কানায় পূরণ করতেই এই পরিকল্পনা বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “গোটা দিনহাটা শহরে তিলধারণের জায়গা থাকবে না। লক্ষ লক্ষ মানুষ যাবেন।”
দলীয় সূত্রেই জানা গিয়েছে, ওই সভায় লক্ষাধিক মানুষ জমায়েত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই হিসেবেই শুরু হয়েছে কাজ। সব মিলিয়ে ভাড়া প্রায় ৪০০টি গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। আরও শতাধিক টোটো-ভুটভুটিতেও তৃণমূল কর্মীরা যাবেন সভায়। তৃণমূলের রাজ্য সম্পাদক দিনহাটার বিধায়ক উদয়ন গুহ অবশ্য দাবি করেন, সভার জন্য দলের পক্ষ থেকে তেমন ভাবে গাড়ি দেওয়া হবে না। বেশিরভাগ কর্মী সমর্থকরা নিজেরাই উদ্যোগী হয়ে ওই সভায় যাবেন। তিনি বলেন, ‘‘এই সভা সব সভাকে ছাপিয়ে যাবে।”
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
মুখ্যমন্ত্রীর সভাস্থলের মঞ্চ থেকে শুরু করে গোটা মাঠের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে নামবেন দিনহাটার মহিলা শারীরশিক্ষা মহাবিদ্যালয়ের মাঠে। সেখানেই তৈরি হয়েছে হেলিপ্যাড। মুখ্যমন্ত্রী সেখানে নেমে সড়কপথে সভাস্থলে যাবেন। ওই রাস্তাতেও প্রচুর মানুষের ভিড় থাকবে বলে তৃণমূল নেতৃত্ব জানান। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানান, বাস, ছোট-বড় মিলিয়ে ২২০টি গাড়ি দেওয়া হচ্ছে। বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে বুথে বুথে ৩০ থেকে ৪০টি করে টোটো থাকছে বলে বিধায়ক জানান। দিনহাটা সিতাই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার কর্মী সমর্থক মমতা বন্দোপাধ্যায়ের সভায় যোগ দেবেন বলেও বিধায়কের দাবি। তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি হুমায়ুন কবীর বলেন, “ব্লকের ১২টি অঞ্চলের জন্য ছোট বড় প্রায় ২০০টি গাড়ি দেওয়া হবে।”