বাইক ও ফোনের প্রতিশ্রুতি তৃণমূল নেতার

দলীয় কার্যালয়ের এই সভায় নিতাই ঘোষণা করেন, ‘‘এই ছ’টি অঞ্চলের মধ্যে যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে, সেই অঞ্চলকে একটি বাইক ও প্রতি অঞ্চলের একটি করে বুথকে একটি স্মার্ট ফোন দেওয়া হবে।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০২:৫১
Share:

বার্তা: নিতাই কর। নিজস্ব চিত্র

লিড দিলেই মিলবে মোটরবাইক। এই প্রতিশ্রুতি তৃণমূল নেতার। শুধু মোটরবাইক দেওয়াই নয়, লিড দিলে দামি অ্যান্ড্রয়েড ফোনও দেওয়া হবে বলে নির্বাচনী কর্মীদের উদ্দেশে বার্তা ওই তৃণমূল নেতা। জলপাইগুড়ি সদর ব্লক ২-র তৃণমূল সভাপতি নিতাই কর রবিবার রাতে নির্বাচনী কর্মী সভায় এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে সোমবার তিনি জানান। নিতাই বলেন, ‘‘দলের কর্মীদের চাঙা করতেই এই বার্তা। যে বুথে লিড সব চাইতে বেশি হবে, সেই বুথেই মোটরবাইক দেওয়া হবে। এছাড়াও সেকেন্ড লিড থাকা বুথের কর্মীদের জন্য দামি অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’’ দলের প্রার্থী বিজয়চন্দ্র বর্মণ ও বিধায়ক খগেশ্বর রায়ের পাশে বসেই তিনি এই প্রতিশ্রুতি দেন বলে দলীয় সূত্রের খবর।

Advertisement

তৃণমূলের সদর সাংগঠনিক ব্লক ২-র মধ্যে ছ’টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দলীয় কার্যালয়ের এই সভায় নিতাই ঘোষণা করেন, ‘‘এই ছ’টি অঞ্চলের মধ্যে যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে, সেই অঞ্চলকে একটি বাইক ও প্রতি অঞ্চলের একটি করে বুথকে একটি স্মার্ট ফোন দেওয়া হবে।’’ নিতায়ের দাবি, দলের কর্মীদের এখন এ ভাবেই উৎসাহিত করতে না পারলে ভোটের ফল খারাপ হতে পারে। তাই এই ধরনের উদ্যোগ নিতে হচ্ছে।

জলপাইগুড়ির জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শিল্পা গৌরি সারিয়া বলেন, ‘‘নির্বাচনী বিধি অনুযায়ী কেউ এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না। এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন