খালিদের গলায় জেএনইউ ঝাঁঝ

তাঁর দাবি, ৭০ বছরে যা কখনও হয়নি সেই সমস্ত লোকতান্ত্রিক  প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চেষ্টা করেছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের দু’-দু’জন গভর্নরকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জঙ্গিপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:৪৫
Share:

বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে উমর খালিদ। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়

বাবার জন্য জঙ্গিপুর লোকসভায় ভোটের প্রচারে এসে বৃহস্পতিবার মোদী ও মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ।

Advertisement

জেএনইউ-এ ছাত্র আন্দোলনের অন্যতম মুখ কানহাইয়া কুমারের সঙ্গে তাঁর বিরুদ্ধেও দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ নিয়ে দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল সেই সময়ে। তাঁর বাবা ওয়েলফেয়ার পার্টির সর্বভারতীয় সভাপতি এস কিউ আর ইলিয়াস এ বারের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন জঙ্গিপুরে। তাঁরই প্রচারে এসে উমরপুরে বৃহস্পতিবার জনসভা করেন খালিদ।

তিনি বলেন, “২০১৪ সালে মোদী সরকার আশ্বাস দিয়েছিল ‘অচ্ছে দিন’ আসার, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনার। মহিলা, কৃষকের উপর অত্যাচার রুখতে ভোট চেয়ে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। কিন্তু বিজেপির রাজত্বে প্রতি বছর দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। কালো টাকা ফেরেনি দেশে। উল্টে দেশটাকেই লুঠ করে কালো টাকা নিয়ে তারা পালিয়েছে দেশ ছেড়ে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তাঁর দাবি, ৭০ বছরে যা কখনও হয়নি সেই সমস্ত লোকতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চেষ্টা করেছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্কের দু’-দু’জন গভর্নরকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের লোকেদের উপাচার্য পদে বসিয়ে দেওয়া হয়েছে, সিবিআই কে ব্যবহার করা হয়েছে। তাঁর কটাক্ষ, ‘‘উপাচার্য হওয়ার মাপকাঠি এখন আরএসএসের মানসিকতা মেনে চলা উমেদার হওয়া।’’

রাজ্যের শাসক দলকেও তুলোধোনা করতে ছাড়েননি তিনি। বলেন, ‘‘পশ্চিমবঙ্গেও পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনও পরিবর্তনই হয়নি বরং চরম অরাজকতায় ডুবে গেছে গোটা রাজ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন