পুনর্নিযুক্ত আমলা-তালিকা

প্রশাসনিক সূত্রের খবর, অবসরপ্রাপ্ত জনা দশ আইএএস এবং ১৫-১৬ জন আইপিএস অফিসারের নাম পাঠানো হয়েছে। তাতে সুরজিৎ কর পুরকায়স্থ এবং রীনা মিত্রের মতো অবসরপ্রাপ্ত আইপিএসের নামও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ০৪:১৪
Share:

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস অফিসারদের নামের তালিকা পাঠাল রাজ্য সরকার। ওই সব আমলা প্রশাসনে কী ধরনের দায়িত্ব পালন করছেন, তারও লিখিত ব্যাখ্যা কমিশনকে দেওয়া হয়েছে।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, অবসরপ্রাপ্ত জনা দশ আইএএস এবং ১৫-১৬ জন আইপিএস অফিসারের নাম পাঠানো হয়েছে। তাতে সুরজিৎ কর পুরকায়স্থ এবং রীনা মিত্রের মতো অবসরপ্রাপ্ত আইপিএসের নামও রয়েছে। প্রশাসনের অন্দরের ব্যাখ্যা, অবসরপ্রাপ্ত আইএএস অফিসারদের কেউই সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। তাঁরা বিভিন্ন দফতর বা নিগমের পদস্থ কর্তা মাত্র। তবে আইপিএস-দের মধ্যে সুরজিৎবাবু রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা। রীনাদেবী রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার নবনিযুক্ত প্রধান উপদেষ্টা হলেও তিনি কী ধরনের দায়িত্ব সামলাবেন, তা এখনও নির্দিষ্ট নয়। ভোটের সময় সরাসরি আইনশৃঙ্খলার প্রশ্নে এই দুই আইপিএস অফিসারের ভূমিকা কী হতে পারে, তা কমিশনের বিবেচনার উপরেই ছেড়ে দিচ্ছে রাজ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন